Tuesday, August 26, 2025

বিনোদনের বড়পর্দায় ব্যাটিং শুরু মাহির ! স্টার্ট আপে তামিল সিনেমা

Date:

যতদিন ক্রিকেট মাঠে দাপিয়ে বেরিয়েছেন ‘ক্যাপ্টেন কুল’- (Captain Cool) এর প্রশংসায় পঞ্চমুখ ছিল ভারত তথা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। নীল জার্সি ছাড়ার পর আইপিএলের (IPL) হলুদ ড্রেসে চেন্নাইয়ের (Chennai) হয়ে খেলতে দেখা গেছে তাঁকে। খেলার পাশাপাশি বিজ্ঞাপন জগতের (Advertising Industry) অন্যতম বড় ব্র্যান্ড মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। তাঁর জীবন নিয়ে সিনেমা (Movie) হয়েছে বটে, কিন্তু এবার তিনি নিজেই যুক্ত হতে চলেছেন বড় পর্দার সঙ্গে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবার হয়ে উঠছেন বড় পর্দার বড় প্রডিউসার।

ক্রিকেটের পর এ বার প্রযোজনায় হাত পাকাতে পাকাপাকি ভাবে তামিল ছবিতে মনোনিবেশ করেছেন মাহি। ধোনি এন্টারটেনমেন্টের (Dhoni Entertainment) ব্যানারে আসতে চলেছে নতুন তামিল ছবি যার পরিচালনার দায়িত্বে রমেশ থামিলমনি (Ramesh Thamilmani)। চেন্নাইয়ের জার্সি গায়ে মাঠে নেমে লড়াই করতে করতে দক্ষিণ ভারতের সঙ্গে সম্পর্কটা বেশ নিবিড় হয়েছে ধোনির। তাই এবার স্ত্রী সাক্ষীর তৈরি করা চিত্রনাট্যের উপর ভিত্তি করে তামিল ভাষায় একটি পারিবারিক ছবির প্রযোজনা করতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির ছবিতে কে কে কাজ করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ধোনির প্রযোজনায় ছবি পরিচালনা করতে পেরে ভীষণ খুশি পরিচালক রমেশ। শুরুটা আপাতত তামিল দিয়ে হলেও নিজেকে কোন গণ্ডির মধ্যে আটকে রাখতে চান না মাহি। সূত্র মারফত জানা যাচ্ছে কল্পবিজ্ঞান থেকে শুরু করে অপরাধমূলক ছায়াছবি যেমন পছন্দের তালিকায় আছে, তেমনই হাসির ছবি এমনকি রুদ্ধশ্বাস থ্রিলারেও হাত পাকানোর ইচ্ছে রয়েছে ধোনি এন্টারটেনমেন্টের। তবে সবটাই হবে ধীরে ধীরে সময় মতো, তাড়াহুড়ো করতে চান না ক্যাপ্টেন কুল। আপাতত ইনিংস শুরু তামিল ছবির হাত ধরেই।

 

Related articles

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...
Exit mobile version