Saturday, August 23, 2025

ভারতীয় নোটে ফুটে উঠুক লক্ষ্মী-গণেশের ছবি, মোদিকে কৌশলি চিঠি কেজরিওয়ালের

Date:

ভারতীয় নোটে (Indian Notes) এবার লক্ষ্মী (Lord Laxmi) ও গণেশ (Lord Ganesh) ঠাকুরের মুখ ছাপানো হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime inister Narendra Modi) কাছে এবার এমনই আর্জি জানালেন আম আদমি পার্টি সুপ্রিমো (AAP Supremo) তথা দিল্লির মুখ্যমন্ত্রী (Chief Minister of Delhi) অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। তাঁর দাবি, নতুন করে যে নোট ছাপানো হবে, সেখানে টাকার একপিঠে থাকুক মহাত্মা গান্ধীর ছবি (Mahata Gandhi)। আর অন্য পিঠে দেওয়া হোক লক্ষ্মী-গণেশের মুখ। ডলারের (Dollar) তুলনায় ক্রমেই পড়ে যাচ্ছে টাকার দাম। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি করতে ঈশ্বরের আশীর্বাদ প্রয়োজন। কেজরিওয়াল মনে করেন, টাকায় দেব-দেবীর ছবি থাকলে দেশের আর্থিক সমৃদ্ধি ঘটবে।

এ প্রসঙ্গে আজ, বুধবার কেজরিওয়াল বলেন, “আমরা দেশের উন্নতির জন্য অনেক চেষ্টা করি। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ না থাকলে সুফল মেলে না। তাই প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, গণেশ ও লক্ষ্মীর ছবি দিয়ে নতুন নোট ছাপা হোক।” বিষয়টি নিয়ে তিনি ইন্দোনেশিয়ার উদাহরণও টানেন। কেজরিওয়ালের কথায়, “ইন্দোনেশিয়ার (Indonesia) মতো একটি মুসলিম অধ্যুষিত দেশে তাদের নোটের উপর গণেশের মুখ ফুটে ওঠে। তাহলে ভারতে কেন তা হবে না?”

তবে কেজরিওয়ালের এমন দাবির পর রাজনৈতিক মহল কিন্তু বিষয়টি সোজা-সরল ভাবে দেখছে না। তারা মনে করছে, বিজেপির অস্ত্র দিয়েই বিজেপিকে চাপে ফেলার কৌশল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে বিজেপি। সেখানে ভারতের মতো একটি দেশে সেক্যুলার রাজনীতিবিদ বলে পরিচিত কেজরিওয়াল হঠাৎ কেন নোটে হিন্দু দেবদেবীর ছবি ছাপানোর আর্জি জানাবেন! তাঁর এমন মন্তব্যের পিছনে রাজনৈতিক কৌশল নিশ্চয় রয়েছে। হিন্দুত্ব তাস খেলেই বিজেপিকে চাপে ফেলার চেষ্টা করছেন কেজরিওয়াল।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version