Friday, December 19, 2025

অসমের মিঞা মিউজিয়ামে জ*ঙ্গিযোগ, সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার ৩

Date:

Share post:

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার(Himant Biswa Sharma) নির্দেশে চালু হওয়ার দু’দিনের মাথায় তালা পড়েছিল মিঞা মিউজিয়ামে। অসমের গোয়ালপাড়ার এই মিউজিয়ামে এবার মিলল জঙ্গি যোগ(Terror connection)। গোটা ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে তিনজনকে গ্রেফতার করেছে অসম পুলিশ(Assam police)।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা হলেন অল অসম মিঞা পরিষদের সভাপতি মোহর আলি, সাধারণ সম্পাদক আবদুল বাতেন শেখ ও তনু ধাধুমিঞা। ধৃত মোহর আলির বাড়িতেই অবৈধভাবে তৈরি হয়েছে এই মিউজিয়ামটি। ধৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ইউএপিএ আইনে মামলা করা হয়েছে। জঙ্গি সংগঠন আল কায়দা ও বাংলাদেশের আনসারুল্লা বাংলা টিমের সঙ্গে ধৃতদের যোগ খতিয়ে দেখছে পুলিশ। অসম (Assam) পুলিশের স্পেশ্যাল ডিরেক্টর জেনারেল জি পি সিং টুইটারের মাধ্যমে জানিয়েছেন, তিন ধৃতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১২০ (বি), ১২১, ১২১(এ), ১২২ এবং ইউএপিএ-র 10/13 ধরায় মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার এই মিউজিয়ামটি চালু হওয়ার পর সোমবার হিমন্ত বলেন, “আমি বুঝতে পারছি না এটা কী ধরনের মিউজিয়াম। অসমিয়াদের লাঙল, মাছ শিকারের জিনিসপত্র রাখা হয়েছে এখানে। একমাত্র লুঙ্গি বাদে ওদের নিজস্ব কিছুই নয়। এখানে নতুন আছেটা কী? ওদের প্রমাণ করতে হবে লাঙল শুধুই মিঞারা ব্যবহার করেন। নাহলে পদক্ষেপ করুক সরকার।” শুধু তাই নয় হিমন্ত আরও বলেন, “মিঞা স্কুলের পরে মিঞা মিউজিয়ামও তৈরি হল। তাঁরা কোথা থেকে মিউজিয়াম তৈরির টাকা পেলেন পুলিশ তার তদন্ত করবে”। মুখ্যমন্ত্রী নির্দেশের পরই তৎপর হয় প্রশাসন। মঙ্গলবার অসমের গোয়ালপাড়ার এই মিউজিয়ামে তালা ঝোলায় পুলিশ। এবার এই ঘটনায় গ্রেফতার করা হল তিনজনকে।

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...