Tuesday, May 13, 2025

Adamas University: আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা নিয়ে কথা সমিত রায়ের

Date:

Share post:

বিশ্ববিদ্যালয়গুলির আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আয়ারল্যান্ডের ডাবলিন বিশ্ববিদ্যালয়ে। সেই সম্মেলনে উজ্জ্বল উপস্থিতি দেখা গেল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের(Adams University)। আন্তর্জাতিক এই সম্মেলনে উপস্থিত হলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক সমিত রায়(Samit Ray)। এই সম্মেলনে বিশ্বে একাধিক দেশের বিশ্ববিদ্যালয়গুলির প্রধানদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

আয়ারল্যান্ডের ডাবলিন বিশ্ববিদ্যালয়ে আগামী ২৫ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলির আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত হয়েছেন বিশ্বের প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সম্মেলনের প্রথম দিন অস্ট্রেলিয়া, নাইজেরিয়া এবং লেবাননের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম দিতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।

এই অনুষ্ঠানের প্রথম দিন নাইজেরিয়ার আবুজা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল রশিদ নাল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পাশাপাশি তিনি সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার মার্ডোচ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অ্যান্ড্রু জে ডিকস এবং লেবাননের বেইরুত আরব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ইফতিহাল ইউসেফ এল-বাস্তাউইসির সঙ্গে। সম্মেলনের দ্বিতীয় দিনে সমিত রায় সাক্ষাৎ করেন, আফ্রিকার সেন্ট মেরি বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডার তথা প্রেসিডেন্ট ওন্ডওসেন তামরাত, সুইডেনের এমেরিতা ইউনিভার্সিটি অফ গোথেনবার্গের প্রেসিডেন্ট পাম ফ্রেডমেন, কানাডার কুইন্স ইউনিভার্সিটি উপাচার্য প্যাট্রিক ড্যানির এবং ইতালির ম্যাগনা চার্টা অবজারভেটরির সেক্রেটারি জেনারেল ডেভিড জে লকের সঙ্গে।

spot_img

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...