Thursday, August 21, 2025

৪৭ জনের স্টিয়ারিং কমিটি গড়লেন কংগ্রেস সভাপতি খাড়গে, বাংলা থেকে একমাত্র অধীর

Date:

সর্বভারতীয় কংগ্রেসের সর্বোচ্চ পদে বসার পরই দলের সাংগঠনিক রদবদল শুরু করলেন মল্লিকার্জুন খাড়গে। ওয়ার্কিং কমিটির কাজ চালানোর জন্য ৪৭ সদস্যের নতুন স্টিয়ারিং কমিটি তৈরি করেছেন তিনি। সেই কমিটিতে পশ্চিমবঙ্গ থেকে শুধু ঠাঁই হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। এই কমিটিতে জায়গা হয়নি সভাপতি ভোটে খাড়গের প্রতিদ্বন্দ্বী শশী থারুরের।

আরও পড়ুন:“খাড়গেকে ভোট দিন”, কংগ্রেস সভাপতি নির্বাচনে তৃণমূল নেতা প্রণব পুত্রের টুইটে বিতর্ক

কংগ্রেসের দলীয় সংবিধানের ২৫ (বি) ধারা অনুযায়ী গঠিত এই কমিটি আপাতত ওয়ার্কিং কমিটির বিকল্প হিসাবে কাজ করবে বলে এআইসিসি’র তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খাড়গে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার পরই বুধবারই আগের ওয়ার্কিং কমিটির সব সদস্য ইস্তফা দেন। এরপর ঘোষিত হয় স্টিয়ারিং কমিটি। সাধারণ ভাবে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে ২৩ জন সদস্য থাকেন। স্থায়ী আমন্ত্রিত সদস্য থাকেন ২৪ জন। ৪৭ জনের নয়া স্টিয়ারিং কমিটি সেই ভূমিকা পালন করবে।

৪৭ সদস্যের স্টিয়ারিং কমিটিতে দুই প্রাক্তন সভাপতি গান্ধী পরিবার থেকে সোনিয়া এবং রাহুলের পাশাপাশি রয়েছেন প্রিয়াঙ্কাও। এছাড়াও উল্লেখযোগ্য ভাবে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, একে অ্যান্টনি, দিগ্বিজয় সিং, পি চিদম্বরম, পবনকুমার বনসল, মীরা কুমার, অভিষেক মনু সিঙ্ঘভি, অম্বিকা সোনি, ভক্তচরণ দাস, সলমন খুরশিদের মতো অভিজ্ঞ ও প্রবীণ নেতা-নেত্রীরা।

অন্যদিকে, কংগ্রেসের দুই মুখ্যমন্ত্রী, রাজস্থানের অশোক গেহলট এবং ছত্তীশগড়ের ভূপেশ বাঘেলের জায়গা হয়নি কমিটিতে। তবে হরিশ রাওয়ত, উম্মেন চান্ডি, লালথানহাওলার মথো প্রাক্তন মুখ্যমন্ত্রীরা রয়েছেন কমিটিতে।

পশ্চিমবঙ্গ প্রদেশে কংগ্রেসের পর্যবেক্ষক তথা তামিলনাড়ুর সাংসদ এ চেল্লাকুমারও রয়েছেন খাড়গের নতুন কমিটিতে। রণদীপ সিংহ সূরজেওয়ালা, অজয় মাকেন, জিতেন্দ্র সিং, কুমারী শেলজা, মণিকম টেগোররা কমিটিতে এলেও ঠাঁই হয়নি তরুণ প্রজন্মের জনপ্রিয় নেতা রাহুল গান্ধী ঘনিষ্ঠ শচীন পাইলটের। আবার খুব তাৎপর্যপূর্ণভাবে রাজীব শুক্লার পাশাপাশি কংগ্রেসের “বিদ্রোহী জি-২৩” শিবিরের নেতা আনন্দ শর্মা ঢুকে পড়েছেন কমিটিতে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version