Monday, November 10, 2025

৪৭ জনের স্টিয়ারিং কমিটি গড়লেন কংগ্রেস সভাপতি খাড়গে, বাংলা থেকে একমাত্র অধীর

Date:

সর্বভারতীয় কংগ্রেসের সর্বোচ্চ পদে বসার পরই দলের সাংগঠনিক রদবদল শুরু করলেন মল্লিকার্জুন খাড়গে। ওয়ার্কিং কমিটির কাজ চালানোর জন্য ৪৭ সদস্যের নতুন স্টিয়ারিং কমিটি তৈরি করেছেন তিনি। সেই কমিটিতে পশ্চিমবঙ্গ থেকে শুধু ঠাঁই হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। এই কমিটিতে জায়গা হয়নি সভাপতি ভোটে খাড়গের প্রতিদ্বন্দ্বী শশী থারুরের।

আরও পড়ুন:“খাড়গেকে ভোট দিন”, কংগ্রেস সভাপতি নির্বাচনে তৃণমূল নেতা প্রণব পুত্রের টুইটে বিতর্ক

কংগ্রেসের দলীয় সংবিধানের ২৫ (বি) ধারা অনুযায়ী গঠিত এই কমিটি আপাতত ওয়ার্কিং কমিটির বিকল্প হিসাবে কাজ করবে বলে এআইসিসি’র তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খাড়গে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার পরই বুধবারই আগের ওয়ার্কিং কমিটির সব সদস্য ইস্তফা দেন। এরপর ঘোষিত হয় স্টিয়ারিং কমিটি। সাধারণ ভাবে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে ২৩ জন সদস্য থাকেন। স্থায়ী আমন্ত্রিত সদস্য থাকেন ২৪ জন। ৪৭ জনের নয়া স্টিয়ারিং কমিটি সেই ভূমিকা পালন করবে।

৪৭ সদস্যের স্টিয়ারিং কমিটিতে দুই প্রাক্তন সভাপতি গান্ধী পরিবার থেকে সোনিয়া এবং রাহুলের পাশাপাশি রয়েছেন প্রিয়াঙ্কাও। এছাড়াও উল্লেখযোগ্য ভাবে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, একে অ্যান্টনি, দিগ্বিজয় সিং, পি চিদম্বরম, পবনকুমার বনসল, মীরা কুমার, অভিষেক মনু সিঙ্ঘভি, অম্বিকা সোনি, ভক্তচরণ দাস, সলমন খুরশিদের মতো অভিজ্ঞ ও প্রবীণ নেতা-নেত্রীরা।

অন্যদিকে, কংগ্রেসের দুই মুখ্যমন্ত্রী, রাজস্থানের অশোক গেহলট এবং ছত্তীশগড়ের ভূপেশ বাঘেলের জায়গা হয়নি কমিটিতে। তবে হরিশ রাওয়ত, উম্মেন চান্ডি, লালথানহাওলার মথো প্রাক্তন মুখ্যমন্ত্রীরা রয়েছেন কমিটিতে।

পশ্চিমবঙ্গ প্রদেশে কংগ্রেসের পর্যবেক্ষক তথা তামিলনাড়ুর সাংসদ এ চেল্লাকুমারও রয়েছেন খাড়গের নতুন কমিটিতে। রণদীপ সিংহ সূরজেওয়ালা, অজয় মাকেন, জিতেন্দ্র সিং, কুমারী শেলজা, মণিকম টেগোররা কমিটিতে এলেও ঠাঁই হয়নি তরুণ প্রজন্মের জনপ্রিয় নেতা রাহুল গান্ধী ঘনিষ্ঠ শচীন পাইলটের। আবার খুব তাৎপর্যপূর্ণভাবে রাজীব শুক্লার পাশাপাশি কংগ্রেসের “বিদ্রোহী জি-২৩” শিবিরের নেতা আনন্দ শর্মা ঢুকে পড়েছেন কমিটিতে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version