চন্দননগরে অন্যরকম ভাইফোঁটা, চার পেয়ে ভাইদের ফোঁটা সঞ্চিতা-পিকাসোর

পশুপ্রেমী সঞ্চিতা বরাবরই পথকুকুরদের নিয়ে কাজ করেন। প্রতিদিন সঞ্চিতা ও পিকাসো রাস্তায় ঘুরে ঘুরে পথ তাদের খাবার দেন।

না-মানুষ হলেও ওরা মনুষ্য জগতে সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। কেউ তাদের তাচ্ছিল্য করে, আবার কেউ পরম মমতায় কাছে টেনে নেয়। বৃহস্পতিবার, চন্দননগরে (Chandannagar) পথকুকুরদের (Street Dogs) ভাইফোঁটা দেওয়া হল। বড়বাজার ও চন্দননগর স্ট্র্যান্ড অঞ্চলের প্রায় ৫০-৬০ টি সারমেয়কে (Dog) মাথায় ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করে সন্দেশ খাইয়ে ভাইফোঁটার দিয়ে অন্য রকম ভাবে পালন করলেন সঞ্চিতা ও পিকাসো পাল। সব সারমেয়দের জন্য ছিল মাংস-ভাত (Chiken Rice)।

পশুপ্রেমী সঞ্চিতা বরাবরই পথকুকুরদের নিয়ে কাজ করেন। প্রতিদিন সঞ্চিতা ও পিকাসো রাস্তায় ঘুরে ঘুরে পথ তাদের খাবার দেন। চন্দননগরের (Chandannagar) শাওলি বটতলার বাড়ি থেকে টোটোয় করে খাবার নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েন কত্তা-গিন্নি। প্রতিদিন 200 থেকে আড়াইশোটি সারমেয়কে খাবার খাওয়ান এই দম্পতি। এর সঙ্গে এলাকায় কোথাও কোন কুকুর অসুস্থ হয়েছে শুনলেই ছুটে যান সঞ্চিতা। তার চিকিৎসা থেকে খাওয়ানোর দায়িত্ব পুরোটাই নিজের কাঁধে তুলে নেন। বাড়িতেও আশ্রয় দেন অনেককে। পথ সারমেয়দের প্রতি অত্যাচার নয়, সহানুভূতির বার্তা দিতেই এই ভাইফোঁটার আয়োজন।

 

 

Previous articleভাইফোঁটায় শ্রমজীবী ক্যান্টিনে বিমান, সোনাগাছিতে শাড়ি নিয়ে মদন, দিদির বাড়ি দিলীপ
Next articleফোঁটা দিল না কেউ, সংশোধনাগারের এলাহি ভোজেই সন্তুষ্ট অনুব্রত