Thursday, August 21, 2025

অনন্য সম্মান: Qs world র‍্যাঙ্কিংয়ে দেশের মধ্যে অষ্টম স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

গত জুলাই মাসে দেশের সেরা বিশ্ববিদ্যালয় তালিকায় চতুর্থ স্থানে জায়গা করেছিল যাদবপুর। এরপর ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের(Jadavpur University) মুকুটে যোগ হল নয়া পালক। Qs world র‍্যাঙ্কিং-এ স্বীকৃতি পেল যাদবপুর। ‘সাসটেনেবিলিটি ফোকাসিং অন এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট’-এর ক্যাটাগরিতে স্বীকৃতি পেল এই বিশ্ববিদ্যালয়।

বিশ্বজুড়ে ৭০০টি শিক্ষাপ্রতিষ্ঠান এই তালিকায় জায়গা পেয়েছে। ভারতের মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান এই তালিকায় এসেছে। তার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ই একমাত্র রাজ্যের অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়, যেটি স্বীকৃতি পেয়েছে এই ক্যাটাগরিতে। দেশজুড়ে অষ্টম স্থান অধিকার করেছে কলকাতার গর্বের এই বিশ্ববিদ্যালয়। পাশাপাশি সারা দেশ থেকে যে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান এই র‍্যাঙ্কিং-এ জায়গা পেয়েছে, তাদের মধ্যে প্রথম স্থানে রয়েছে আইআইটি বম্বে। ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থান দখল করেছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। এই তালিকায় নাম রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের।

উল্লেখ্য, দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির যে তালিকা কেন্দ্রের তরফের সম্প্রতি প্রকাশ করা হয়েছিল সেখানে চতুর্থ স্থান পেয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই তালিকায় অষ্টম স্থানে জায়গা করে নিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এ পাশাপাশি গত ১১ অক্টোবর (২০২২) আমেরিকার ক্যালিফোর্নিয়ার পৃথিবী-বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (Stanford University) বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের যে তালিকা প্রকাশ করেছিল, তাতেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাফল্য প্রকাশ পেয়েছিল। ভারতের মোট ৩৯৭৬ জন বিজ্ঞানীদের মধ্যে শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের-ই ৪২ জন জায়গা পেয়েছিলেন এই তালিকায়। তার নিরিখে ‘ভারতসেরা’র শিরোপা অর্জন করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এরপর ফের আরও এক অনন্য সম্মান পেল যাদবপুর।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...