Monday, November 10, 2025

৬ বছর পর মমতার কালীঘাটের বাড়িতে গিয়ে ভাইফোঁটা নিলেন মুকুল

Date:

Share post:

মাঝে করোনা পর্বের দু’বছর বাদ দিলে প্রতিবছরই কালীঘাটের বাড়িতে ভাইফোঁটার আয়োজন করেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের সদস্যদের পাশাপাশি তাঁর দলের নেতাদেরও ভাইফোঁটা দেন মমতা। এবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন সকাল সকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফোঁটা নিতে যান দেখা যায়, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, সুব্রত বক্সি, বিধায়ক নির্মল মাজিরা।

তবে খুব তাৎপর্যপূর্ণভাবে এবারও বান্ধবী বৈশাখীকে সঙ্গে নিয়ে কালীঘাটে ফোঁটা নিতে যান শোভন চট্টোপাধ্যায়। তবে এদিন সকলের নজর কেড়েছেন মুকুল রায়। প্রায় ৬ বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাইফোঁটা নিতে এলেন একসময়কার তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। দলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের কালীঘাটে উপস্থিতি তৃণমূলের অন্দরে রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

২০২১ সালে বিধানসভা ভোটের পর বিজেপি শিবির ত্যাগ করে ফের তৃণমূলের বৃত্তে দেখা গিয়েছিল মুকুল রায়কে। মাঝে অসুস্থ থাকার কারণে সেভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা যায়নি মুকুল রায়কে। তবে এখন আগের থেকে অনেকটাই সুস্থ তিনি। বিজয়া দশমীর পর একদিন কালীঘাটে গিয়ে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে ছিলেন মুকুল রায়। এবার ভাইফোঁটায় গেলেন তিনি। এর আগে শেষবার ২০১৬ সালে গিয়েছিলেন ভাইফোঁটায়।

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ভাইফোঁটা উপহার পাঠিয়েছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা রাজা অনন্ত মহারাজকে। তাঁর উপহার নিয়ে গিয়েছেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। উপহার পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অনন্ত মহারাজ। এই বিষয়টিও খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...