Wednesday, November 5, 2025

৬ বছর পর মমতার কালীঘাটের বাড়িতে গিয়ে ভাইফোঁটা নিলেন মুকুল

Date:

মাঝে করোনা পর্বের দু’বছর বাদ দিলে প্রতিবছরই কালীঘাটের বাড়িতে ভাইফোঁটার আয়োজন করেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের সদস্যদের পাশাপাশি তাঁর দলের নেতাদেরও ভাইফোঁটা দেন মমতা। এবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন সকাল সকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফোঁটা নিতে যান দেখা যায়, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, সুব্রত বক্সি, বিধায়ক নির্মল মাজিরা।

তবে খুব তাৎপর্যপূর্ণভাবে এবারও বান্ধবী বৈশাখীকে সঙ্গে নিয়ে কালীঘাটে ফোঁটা নিতে যান শোভন চট্টোপাধ্যায়। তবে এদিন সকলের নজর কেড়েছেন মুকুল রায়। প্রায় ৬ বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাইফোঁটা নিতে এলেন একসময়কার তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। দলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের কালীঘাটে উপস্থিতি তৃণমূলের অন্দরে রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

২০২১ সালে বিধানসভা ভোটের পর বিজেপি শিবির ত্যাগ করে ফের তৃণমূলের বৃত্তে দেখা গিয়েছিল মুকুল রায়কে। মাঝে অসুস্থ থাকার কারণে সেভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা যায়নি মুকুল রায়কে। তবে এখন আগের থেকে অনেকটাই সুস্থ তিনি। বিজয়া দশমীর পর একদিন কালীঘাটে গিয়ে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে ছিলেন মুকুল রায়। এবার ভাইফোঁটায় গেলেন তিনি। এর আগে শেষবার ২০১৬ সালে গিয়েছিলেন ভাইফোঁটায়।

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ভাইফোঁটা উপহার পাঠিয়েছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা রাজা অনন্ত মহারাজকে। তাঁর উপহার নিয়ে গিয়েছেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। উপহার পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অনন্ত মহারাজ। এই বিষয়টিও খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version