Saturday, August 23, 2025

মুখ্যমন্ত্রীর কাছে ভাইফোঁটা নিয়ে শোভন বললেন “গ্লাভস পরে ক্রিজে নামার অপেক্ষা”

Date:

ভাইফোঁটার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভনকে ভাইফোঁটাও দিলেন মুখ্যমন্ত্রী। এবারও “দিদি” মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভাইফোঁটা নিয়ে আপ্লুত শোভন।

এরপর বেশ কিছুক্ষণ মমতার বাড়িতে সময় কাটানোর পর হাসিমুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বাইরে আসেন শোভন-বৈশাখী। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে আহ্লাদে আটখানা হয়ে শোভন বললেন, “টস হয়ে গিয়েছে, গ্লাভস পরে ক্রিজে নামার অপেক্ষা।” আমন্ত্রণ কী কালীঘাট থেকে গিয়েছিল, নাকি আপনারা নিজেরাই চলে এলেন। শোভনের উত্তর, “এই দিনের জন্য আলাদা করে আমন্ত্রণ হয় না। আজকের দিনে দিদির কাছে আসব, এটা আলাদা করে কী বলব। দিদি ও আমার মধ্যে একান্তে কথা হয়েছে। দিদি যা সিগন্যাল দেওয়ার বা যেটা বলেছেন, তার বাস্তবায়ন করব। দিদির ভালোবাসা, স্নেহ সেটা অনেক সময় অনেকভাবে ক্যালকুলেশন করা হয়। বাস্তবটা কী সেটা আমিই জানি।”

খুশিতে ডগমগ হয়ে বৈশাখীর সহাস্য জবাব, “অভিমানের মেঘ কেটে গেছে। দিদির মমত্ব আবারও দেখা গেল। শোভন মমতাদির খুব আদরের। ওঁদের দু’জনের পারস্পারিক টানটা খুবই মজবুত। এতে আমি খুশি। শোভনকে দিদি কোনও দিনই নিষ্ক্রিয় ভাবেন না। ওকে সবসময়ই কাজ করতে বলেন। আমার মনে হয় দিদির সঙ্গে শোভনের সম্পর্ক এক জায়গাতেই ছিল। কিন্তু কিছু ভুল বোঝাবুঝির দেওয়াল তুলেছিল, সেটা ধ্বংস হয়েছে। ভাল লাগছে। শোভনের এবার সরাসরি রাজবনীতিতে ফেরা উচিত।”

অন্যদিকে, ভাইফোঁটার দিন শোভন চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যাওয়া নিয়ে রত্না চট্টোপাধ্যায় বলেন, “সব বিষয়ে মন্তব্য করে বিতর্ক চাই না। আমার নিজের একটা রাজনৈতিক ক্ষেত্র দিদি করে দিয়েছেন। ২০১৮ সালে শোভন চট্টোপাধ্যায়ের রাজনীতির কেরিয়ার শেষ হয়েছে। ৪ বছর পর সক্রিয় রাজনীতিতে আসবেন কী আসবেন না সময় বলবে।”

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version