Tuesday, November 11, 2025

উৎসবের মরসুম শেষ হতে না হতেই এবার পঞ্চায়েত ভোটের (Panchayet Election)দামামা । আগামী ২ নভেম্বর সব রাজনৈতিক দলকে নিয়ে এক বৈঠকের ডাক দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (State Election Commission) । আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে সব দলের মতামত জানতে এই বৈঠক ডাকা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। আগামী ৯ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। সংশোধিত ভোটার তালিকা (Revised Electoral Roll) প্রকাশিত ৫ জানুয়ারি ২০২৩। সব দলের মতামত নিয়েই এই ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের পাশাপাশি সংশোধিত ভোটার তালিকা (Voter List) নিয়ে আলোচনা করতেও এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে একগুচ্ছ প্রস্তাব কমিশনকে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রত্যেক রাজনৈতিক দলের তরফ থেকে দুজন করে প্রতিনিধি এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে কমিশন সূত্রে খবর । আগামী ২০২৩ সালের ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।পাশাপাশি ভোটার লিস্টের সংশোধনের বিষয়টিও এই আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ২০২১ সালে লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়েছিল নির্বাচনী আইন সংশোধনী বিল, ২০২১। সেখানে যে সংশোধনীগুলির কথা উল্লেখ রয়েছে, তার মধ্যে অন্যতম হল ১৮ বছর বা তার বেশি বয়সিরা বছরে চারবার ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন। এখন সেই নিয়েও আলোচনা হয় কিনা সেটাই দেখার।

 

Related articles

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...
Exit mobile version