জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চন্দননগরে বৈঠক করলেন বিদ্যুৎমন্ত্রী

আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ অথবা নতুন বছরের শুরু থেকেই চন্দননগরে আন্ডার গ্রাউন্ড-এর কাজ শুরু হবে।

0
1

আসন্ন জগদ্ধাত্রী পূজা (Jagaddhatri Puja) উপলক্ষে আজ, শুক্রবার চন্দননগরের (Chandannagar) রবীন্দ্র ভবনে (Rabindra Bhawan) বিদ্যুৎ দফতরের (Electric Department) প্রস্তুতি সংক্রান্ত বিষয় নিয়ে একটি প্রশাসনিক বৈঠক (Administrative Meeting) করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। এই বৈঠকে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বিদ্যুৎ দফতরের প্রস্তুতি নিয়ে বিশদে আলোচনা করা হয়।

একই সঙ্গে বিদ্যুৎ মন্ত্রী জানান, আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ অথবা নতুন বছরের শুরু থেকেই চন্দননগরে আন্ডার গ্রাউন্ড-এর (Underground) কাজ শুরু হবে। এ দিনের বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন (Indranil Sen), পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার সিএমডি শান্তনু বসু (Shantanu Basu), হুগলির জেলাশাসক, চন্দননগরের মেয়র-সহ অন্যান্য আধিকারিকবৃন্দ।