Friday, November 14, 2025

উৎসবের মরসুম শেষ হতে না হতেই এবার পঞ্চায়েত ভোটের (Panchayet Election)দামামা । আগামী ২ নভেম্বর সব রাজনৈতিক দলকে নিয়ে এক বৈঠকের ডাক দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (State Election Commission) । আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে সব দলের মতামত জানতে এই বৈঠক ডাকা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। আগামী ৯ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। সংশোধিত ভোটার তালিকা (Revised Electoral Roll) প্রকাশিত ৫ জানুয়ারি ২০২৩। সব দলের মতামত নিয়েই এই ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের পাশাপাশি সংশোধিত ভোটার তালিকা (Voter List) নিয়ে আলোচনা করতেও এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে একগুচ্ছ প্রস্তাব কমিশনকে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রত্যেক রাজনৈতিক দলের তরফ থেকে দুজন করে প্রতিনিধি এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে কমিশন সূত্রে খবর । আগামী ২০২৩ সালের ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।পাশাপাশি ভোটার লিস্টের সংশোধনের বিষয়টিও এই আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ২০২১ সালে লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়েছিল নির্বাচনী আইন সংশোধনী বিল, ২০২১। সেখানে যে সংশোধনীগুলির কথা উল্লেখ রয়েছে, তার মধ্যে অন্যতম হল ১৮ বছর বা তার বেশি বয়সিরা বছরে চারবার ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন। এখন সেই নিয়েও আলোচনা হয় কিনা সেটাই দেখার।

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version