Saturday, May 3, 2025

আগামিকাল আইএসএলের এই মরশুমের প্রথম কলকাতা ডার্বির। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নামববে ইস্টবেঙ্গল এফসি। তার আগে আত্মবিশ্বাসী লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। শেষ ম‍্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। সেই জয়ের ধারা বড় ম‍্যাচেও বজায় রাখতে মরিয়া লাল-হলুদের হেডসার। শুধু ডার্বি নয় সব ম‍্যাচই যে গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই বললেন স্টিফেন কনস্ট‍্যান্টাইন।

এদিন সাংবাদিক সম্মেলনে স্টিফেন বলেন,”আমার কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ন। তবে কলকাতা ডার্বি অবশ্যই অন‍্যরকম ম্যাচ। এটি ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ। ম্যাচটি যথেষ্ট কঠিন হবে। তবে আমরা ম্যাচটি জেতার চেষ্টা করব। আমরা গত এক সপ্তাহ খুব ভাল অনুশীলন করেছি, আশা করি এই পরিশ্রমের ফল আমরা পাবো। আমরা এখানে জিততে এসেছি।”

প্রতিপক্ষ এটিকে মোহনবাগান। একেবারে গুছানো দল। এই নিয়ে লাল-হলুদ কোচ বলেন, “এটিকে মোহনবাগানের দল খুব ভাল, তাদের দলে বেশ কিছু ভাল ফুটবলার রয়েছে। তাঁরা যথেষ্ট শক্তিশালী দল। তবে ম্যাচটি ৫০-৫০ হবে। আগের ডার্বিতে আমরা আত্মঘাতী গোলে হেরেছিলাম, এবার আমরা আমাদের ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব। ডুরান্ড কাপের সময়ের থেকে এখনকার আমাদের দল অনেক শক্তিশালী। আমরা মোহনাবাগানকে সম্মান করি, তবে আমরা তাদের ভয় পাইনা। আমরা এই লিগের কাউকেই ভয় পাইনা।”

এদিকে ক্লেইটন সম্পর্কে স্টিফেন বলেন, “ক্লেইটন ইস্টবেঙ্গল দলের সম্পদ। মাঠে এবং মাঠের বাইরে সে একজন দক্ষ নেতা। আমি আশা করবো ক্লেইটন শনিবার হ্যাটট্রিক করবে।”

আরও পড়ুন:লাল-হলুদের অনুশীলনে দেবব্রত সরকার, ডার্বি নিয়ে কী বললেন ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা?

 

 

Related articles

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...
Exit mobile version