Saturday, May 3, 2025

লাল-হলুদের অনুশীলনে দেবব্রত সরকার, ডার্বি নিয়ে কী বললেন ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা?

Date:

আগামিকাল ডার্বির মহারণ। ২০২২-২৩ আইএসএল-এ প্রথম বড় ম‍্যাচ। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এটিকে মোহনবাগানের মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি হাজির লাল-হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকার। মাঠেই জবাব দেবে ইস্টবেঙ্গল। শনিবারের ডার্বির আগে এমনই হুঙ্কার দিয়ে গেলেন লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার।

ডার্বির আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ইস্টবেঙ্গল। বুধবারের পর এদিনও দলের অনুশীলন দেখতে এসেছিলেন দেবব্রত সরকার। আগের ম্যাচে গুয়াহাটি থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরেছে লাল-হলুদ ব্রিগেড। শুক্রবার সকালের অনুশীলনে দেখা গেল রিজার্ভ দলের ফুটবলার জেসিন টিকেকে। মূল দলের সঙ্গে দেখা গেল তাঁকে। আগের ম্যাচ জিতে উজ্জীবিত লাল-হলুদ শিবির। মাঠে মস্তানি করার ফুটবলার রয়েছে। ইস্টবেঙ্গলের জার্সি পরলে মস্তানি করতে হবে। সাফ জানালেন দেবব্রত।

শেষ ছ’টি ডার্বিতে এটিকে মোহনবাগান জিতে যাওয়ায়, নানা ধরনের কথা শুনতে হচ্ছে লাল-হলুদ সমর্থকদের। তবে এবার চাকা ঘুরবে বলেই মনে করছেন লাল-হলুদের শীর্ষ কর্তা। ডার্বি মানেই নতুন একটা ম্যাচ। ইস্টবেঙ্গল ফুটবলাররা মাঠে খেলেই সমস্ত অপমানের জবাব দেবে বলে মনে করছেন দেবব্রত সরকার। এই লাল-হলুদের শীর্ষ কর্তা বলেন, ”মোহনবাগান তো অনেক কিছুই বলছে। সব কথার উত্তর দিতে হবে? আমরা মাঠেই এর উত্তর দেব। তার অপেক্ষায় থাকছি।”

ডার্বির আগে নতুন করে পেপটক দেওয়ার প্রয়োজন হয় না বলেই মনে করেন দেবব্রত সরকার। তিনি বলেন, ”এখনকার ফুটবলারদের মোটিভেট করতে হয় না। সকলেই পেশাদার। সকলেই জানে এই ম্যাচের গুরুত্ব কী? এবং আগামী দিনে বেঁচে থাকতে হলে এই ম্যাচে ভাল খেলতেই হবে। তবুও যারা রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলা, আলোচনা করার জন্যই এসেছিলাম।”

এদিকে আইএসএল-এ সমস্ত ম্যাচেরই বিরাট গুরুত্ব রয়েছে বলে মত দেবব্রত সরকারের। তিনি বলেন, ”শুধু বড় ম্যাচ বলে নয় সমস্ত ম্যাচই গুরুত্বপূর্ণ। আমাদের দল নতুন। এই দলটা ধীরে ধীরে ভাল ফুটবল খেলতে শুরু করেছে। প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচে উন্নতি করেছে। তারপরে তৃতীয় ম্যাচ আরও উন্নতি করেছে। আমরা আশা করব এই ম্যাচটা আগের ম্যাচের থেকেও ভাল খেলবে।”

বড় ম্যাচ জিততে গেলে মস্তানের দরকার। ডুরান্ড কাপের ডার্বিতে নামার আগে এটাই জানিয়েছিলেন লাল-হলুদ শীর্ষ কর্তা। সেই সময় দলটা একেবারেই তৈরি ছিল না। তবে এবারে দলে অনেক ‘মস্তান’ ফুটবলার রয়েছে বলে মনে করেন দেবব্রত। তিনি বলেন, ”দলে মস্তান অনেকেই আছে। মস্তান না হলে এই জার্সি পরেছে কেন? ইস্টবেঙ্গলের জার্সি পরলে মস্তানি করতেই হবে। মস্তানিটা ভেতর থেকে আসতে হবে।”

তবে অনভিজ্ঞতা একটা বড় সমস্যা হতে পারে ইস্টবেঙ্গলের জন্য। এই ধরনের ম্যাচে অভিজ্ঞতা দারুণ কাজে দেয়। লাল হলুদ কোচ বলছেন এই বিষয়টি তাঁর হাতে নেই। যাদের অভিজ্ঞতা নেই তাঁরা অভিজ্ঞতা অর্জন করবেন। গ্যালারি ভর্তি দর্শকের সামনে খেলার ক্ষেত্রে বিশেষ উদ্দীপনা থাকে। যারা যোগ্য, তারাই সুযোগ পাবে। প্রত্যেকেই জয়ের জন্য ঝাঁপাবে।

আরও পড়ুন:শনিবার বড় ম‍্যাচ, নিজের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া সার্থক

 

 

 

Related articles

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...
Exit mobile version