নভেম্বরেও শীতে বাধা। ফের জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ঘনঘটা বাংলার উপকূলে। যার জেরে সপ্তাহের মধ্যভাগে ফের হালকা বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের দু-একটি জেলায়। তবে সোমবার থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমে শুষ্ক (dry weather) আবহাওয়া শুরু হবে, এমনই পূর্বাভাস (forecast) আবহাওয়া দফতরের।
ঘূর্ণিঝড় মনথা-র পরবর্তীতে শীতের আমেজ শুরু হয়েছে বাংলার দক্ষিণের জেলাগুলিতে। শুরু হয়েছে পারদ পতন। সোমবার দক্ষিণবঙ্গে (South Bengal) মূলত পরিষ্কার আকাশ। কোথাও কোথাও হালকা মেঘলা থাকবে। কলকাতায় তাপমাত্রা ২৩ ডিগ্রির আশেপাশে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কম থাকবে। বাতাসে আর্দ্রতার (humidity) পরিমাণও কমবে।
অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং (Darjeeling) ও কালিম্পংয়ে (Kalimpong) সোমবারও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। সেই সঙ্গে এক ধাক্কায় আর্দ্রতা কমে শুষ্ক শীতের আবহাওয়া শুরু হবে। যদিও বুধবার তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা।
আরও পড়ুন: বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা
বুধবার দক্ষিণের জেলাগুলিতে আবার আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস। বঙ্গোপসাগরের মায়ানমার উপকূল এলাকায় নিম্নচাপ (depression) ঘনীভূত হওয়ায় দক্ষিণের উপকূলবর্তী এলাকায় জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে। তার জেরে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস। অন্যান্য জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে।
–
–
–
–
–
–
