Friday, December 19, 2025

বিক্ষোভের নামে অরাজকতা! লালগোলায় SFI-DYFI-এর থানা অভিযান ঘিরে ধুন্ধুমার

Date:

Share post:

বাম ছাত্র-যুব সংগঠনের থানা অভিযান ঘিরে লালগোলায় ধুন্ধুমার। বিক্ষোভের নামে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা SFI-DYFI-এর। ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বাধে। এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু নিয়ে শনিবার বিক্ষোভ দেখায় SFI-DYFI। ব্যারিকেট ভেঙে থানায় ঢুকতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বাধে। নিমেষে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। শেষ পর্যন্ত পুলিশের সঙ্গে সহযোগিতাতেই বিক্ষোভকারীরা থানায় স্মারকলিপি জমা দেন।

অভিযোগ, প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেতে লালগোলা থানার পাইকপাড়া গ্রাম পঞ্চায়েতের সরপাখিয়া গ্রামের বাসিন্দা আবদুর রহমান (Abdur Rahaman) প্রায় সাতলক্ষ টাকা দিয়েছিলেন কান্দি থানার বাগড় পলাশির বাসিন্দা দিবাকর কোনাইকে। ২৭ সেপ্টেম্বর চাকরি না পেয়ে প্রতারিত যুবক কীটনাশক খেয়ে আত্ম*ঘাতী হন বলে অভিযোগ। মৃতের পরিবার তখন পুলিশকে না জানিয়েই দেহ সমাধিস্থ করেন। তিনদিন পর দেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হয়।

এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রেহেসানকে আগেই গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞেসাবাদ করে এবং মৃতের ৯ পাতার সুই*সাইড নোটের ভিত্তিতে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার দক্ষিণ চাতর এলাকার বাসিন্দা প্রজ্ঞান সরকারকে গ্রেফতার করা হয়। বীরভূম থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত দিবাকরকে। পুলিশের তৎপরতায় একে একে ধরা পড়ে রেহেসান, প্রজ্ঞান এবং দিবাকরও।

কিন্তু মৃত্যু নিয়ে রাজনীতি করতে নেমে পড়ে বাম ছাত্র-যুব সংগঠন। ইতিমধ্যে মূল অভিযুক্তসহ মোট ৩জন গ্রেফতার করেছে। তারপরেও এই বিক্ষোভ কেন? অভিযোগ, প্রতিবাদের নামে অরাজকতা সৃষ্টি করতেই এই বিক্ষোত্র কর্মসূচি SFI-DYFI-এর।

আরও পড়ুন- ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া সন্ত্রা*সবাদীদের মূল অস্ত্র! সরব জয়শঙ্কর  

 

 

spot_img

Related articles

আমেরিকার আকাশে বিমান দুর্ঘটনা,উত্তর ক্যারোলিনায় প্রাইভেট জেট ভেঙে মৃত অন্তত ৭

মার্কিন আকাশ পথে ভয়াবহ দুর্ঘটনা (US plane crash)। উত্তর ক্যারোলিনায় (North Carolina) ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। উড়ানের...

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...