Saturday, May 10, 2025

ছটপুজোতেও কর্ম সংস্থানের বার্তা মুখ্যমন্ত্রীর, প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ

Date:

লক্ষ্য কর্মসংস্থান। ছটপুজোতে গিয়েও সেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার, কলকাতার দই ঘাটে নেতাজি স্পোর্টিং ক্লাবে ছটপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ‘‘ছটমাইয়ার কাছে প্রার্থনা করি, যেন আপনাদের ছেলেমেয়েদের চাকরি হয়। সবাই ভাল থাকে।’’ ছটপুজো উদযাপনে কোনওরকম অসুবিধা হলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পুণ্যার্থীদের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

মমতা জানান, পুণ্যার্থীদের জন্য এবার পুকুরের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। কারও কোনও অসুবিধা হলে যেন স্থানীয় প্রশাসন বা ক্লাবে জানানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। সতর্ক করে তিনি বলেন, ‘‘এই সময়ে গন্ডগোল বাধানোর ছক কষতে পারে অনেকে। কিন্তু কেউ তাতে পা দেবেন না। সবাই শান্তিতে পুজো দেবেন।’’

মুখ্যমন্ত্রী এদিন বলেন, এই দেশে স্বাধীনতার লড়াই যে শুরু হয়েছিল তা বাংলা থেকেই হয়েছিল। রাজ্যে সবাই একসঙ্গে থাকে। “বিহারের যাঁরা এই শহরে থাকেন তাঁরাও যেন ভাবেন বাংলা তাঁদের সঙ্গেই আছে। শুধু বিহার নয়, উত্তরপ্রদেশ, রাজস্থান সকলের সঙ্গেই আমরা রয়েছি।“

আগে ছটপুজো উপলক্ষ্যে রাজ্যে একটি দিন ছুটি থাকত। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পরে আমি জানতে পারি যে ছটপুজো আসলে ২দিনের।’’ এ কথা ভেবেই গত বছর থেকে রাজ্যে ছটপুজোয় দুদিন ছুটি দেওয়া হয়। আগের বছর উপোস করেছিলেন মমতা। তবে, ঠেকুয়া প্রসাদের জন্য অপেক্ষায় আছেন বলেও জানান তিনি। দইঘাটের আগে তক্তাঘাটে গিয়েও ছটপুজোর অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- Delhi AIIMS: ৭ মাস ধরে কোমায় ‘মা’, জন্ম হল সুস্থ সন্তানের

 

 

 

Related articles

কাশ্মীর থেকে রাজস্থান, ২৬ জায়গায় পাক হামলা! পঞ্জাবে আহত ৩

রাত বাড়তেই ভারতের সীমান্তবর্তী একের পর এক জায়গায় হামলার চেষ্টা পাকিস্তানের। পাকিস্তানের ড্রোন হামলায় পঞ্জাবারে ফিরোজপুরে একই পরিবারের...

IMF-এর ঋণ জঙ্গি কার্যকলাপে ব্যবহার! পাকিস্তানকে সাহায্যের বিরোধিতা ভারতের

আন্তর্জাতিক সংস্থা থেকে দেশের উন্নয়নে যে অর্থ সাহায্য করা হয় তা পাকিস্তান রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের (cross border terrorism) পিছনে...

পাকিস্তান উপাসনার স্থানেই আঘাত করছে: উদাহরণ পেশ বিদেশ মন্ত্রকের

পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগামে নির্দিষ্ট ধর্মীয় ক্ষেত্রে আঘাত করেছিল, যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার একটি ব্যর্থ চেষ্টা বলে...

ভারত-পাক উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে হাই-অ্যালার্ট! বাতিল ছুটি, চলছে কড়া নজরদারি 

পহেলগামে জঙ্গিহামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টা অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক। এমন...
Exit mobile version