Thursday, August 21, 2025

ছটপুজোতেও কর্ম সংস্থানের বার্তা মুখ্যমন্ত্রীর, প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ

Date:

লক্ষ্য কর্মসংস্থান। ছটপুজোতে গিয়েও সেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার, কলকাতার দই ঘাটে নেতাজি স্পোর্টিং ক্লাবে ছটপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ‘‘ছটমাইয়ার কাছে প্রার্থনা করি, যেন আপনাদের ছেলেমেয়েদের চাকরি হয়। সবাই ভাল থাকে।’’ ছটপুজো উদযাপনে কোনওরকম অসুবিধা হলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পুণ্যার্থীদের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

মমতা জানান, পুণ্যার্থীদের জন্য এবার পুকুরের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। কারও কোনও অসুবিধা হলে যেন স্থানীয় প্রশাসন বা ক্লাবে জানানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। সতর্ক করে তিনি বলেন, ‘‘এই সময়ে গন্ডগোল বাধানোর ছক কষতে পারে অনেকে। কিন্তু কেউ তাতে পা দেবেন না। সবাই শান্তিতে পুজো দেবেন।’’

মুখ্যমন্ত্রী এদিন বলেন, এই দেশে স্বাধীনতার লড়াই যে শুরু হয়েছিল তা বাংলা থেকেই হয়েছিল। রাজ্যে সবাই একসঙ্গে থাকে। “বিহারের যাঁরা এই শহরে থাকেন তাঁরাও যেন ভাবেন বাংলা তাঁদের সঙ্গেই আছে। শুধু বিহার নয়, উত্তরপ্রদেশ, রাজস্থান সকলের সঙ্গেই আমরা রয়েছি।“

আগে ছটপুজো উপলক্ষ্যে রাজ্যে একটি দিন ছুটি থাকত। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পরে আমি জানতে পারি যে ছটপুজো আসলে ২দিনের।’’ এ কথা ভেবেই গত বছর থেকে রাজ্যে ছটপুজোয় দুদিন ছুটি দেওয়া হয়। আগের বছর উপোস করেছিলেন মমতা। তবে, ঠেকুয়া প্রসাদের জন্য অপেক্ষায় আছেন বলেও জানান তিনি। দইঘাটের আগে তক্তাঘাটে গিয়েও ছটপুজোর অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- Delhi AIIMS: ৭ মাস ধরে কোমায় ‘মা’, জন্ম হল সুস্থ সন্তানের

 

 

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version