Thursday, August 28, 2025

ভয়াবহ হচ্ছে ডেঙ্গি পরিস্থিতি, দোসর ম্যালেরিয়া

Date:

Share post:

রাজ্যে (West Bengal) লাফিয়ে বাড়ছে ডেঙ্গির (Dengue) দাপট। সূত্রের খবর, বর্তমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫ হাজার। অন্তত ৬২ জনের মৃ*ত্যু হয়েছে বলে সূত্রের খবর, যা দেশের মধ্যে সর্বোচ্চ। দেগঙ্গায় ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়ে আজ এক মহিলার মৃ*ত্যু হয়েছে। সূত্র মারফৎ জানা যায়, সোমা দাস গত সোমবার প্রথমে জ্বরে আক্রান্ত হন। এর পরে তাঁকে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে রক্ত পরীক্ষা করতে ডেঙ্গি ধরা পড়ে। এরপর বিশ্বনাথপুর হাসপাতাল থেকে বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকরা। মঙ্গলবার বারাসাত হাসপাতালে ভর্তি হয় সোমা দাস। ৩ দিন চিকিৎসার পরে শুক্রবার রাতে সোমা দাসের অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। চিকিৎসকরা এরপর সঙ্গে সঙ্গেই তাঁকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করে। সেখানে চিকিৎসা চলার শনিবার রাতে সোমা দাসের মৃত্যু হয়। এই ঘটনায় গোটা পরিবারে শোকের ছায়া নেমেছেস্বাস্থ্য দফতর (Health department) সূত্রে খ‍বর, বেশ কিছু জায়গায় মারাত্মক হারে বাড়ছে ডেঙ্গি (Dengue)। এবার চিন্তায় ফেলছে ম্যালেরিয়ার (malaria) বাড়বাড়ন্ত। গত দু’ মাসে রাজ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত ৯ হাজার ৭৪৪ জন।

রাজ্যে পুরুষের তুলনায় মহিলারা বেশি করে ডেঙ্গি (dengue) আক্রান্ত হচ্ছেন বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। গৃহবধূদের মধ্যে এই প্রবণতা খানিকটা বেশি। ঘরের আশপাশে বহু জায়গায় জল জমে থাকায় মশার উৎপাত বেশি থাকে। বাড়ির নানা কাজকর্ম করতে গিয়ে তাঁরা মশার কামড় বেশি খাচ্ছেন, এমনটাই মনে করছেন চিকিৎসকেরা। পাশাপাশি রাজ্যে (west bengal) ডেঙ্গির (dengue) দাপটের মধ্যেই ম্যালেরিয়ার (malaria) বাড়বাড়ন্ত। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, শেষ দু’ মাসে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছে তিনগুণেরও বেশি। এর মধ্যে ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় (falcipherum malaria) আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯০২। মৃ*ত্যু হয়েছে একজনের। এক দিকে ডেঙ্গির সংক্রমণচিত্রে ভয় ধরাচ্ছে বিশেষজ্ঞদের, তার মধ্যে আবার ম্যালেরিয়ার চোখরাঙানি। চিকিৎসকেরা বলছেন ,একই সঙ্গে ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন জনসচেতনতা না বাড়লে এই রোগের মোকাবেলা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। উদ্বেগ তৈরি হচ্ছে ডেঙ্গি আর ম্যালেরিয়া নিয়ে, পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন।

 

spot_img

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...