Thursday, August 28, 2025

টাকার অবমূল্যায়ন নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)-র প্রচেষ্টার মধ্যে, ভারতের বৈদেশিক মুদ্রার (Forgein Currency) রিজার্ভ জুলাই ২০২০ থেকে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। আরবিআই-এর সাপ্তাহিক পরিসংখ্যান সম্পূরক (Supplement) শুক্রবার দেখিয়েছে যে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২১ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে ৩০৮ কোটি ৫০ লক্ষ ডলার বিলিয়ন কমে ৫২৪.৫২ বিলিয়ন ডলার হয়েছে। ওই সপ্তাহে, ডলারের তুলনায় টাকার রেকর্ড পতন সর্বনিম্ন ৮৩.২৯-এ পৌঁছেছিল এবং কেন্দ্রীয় ব্যাংক পতন নিয়ন্ত্রণে স্পট এবং ফরওয়ার্ড মার্কেটে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিল।

উল্লেখ্য, টানা ৮ সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে বৈদেশিক মুদ্রার সঞ্চয় কমতে থাকার পর ৭ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে রিজার্ভ সামান্য বেড়েছিল। ১৪ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভের সংখ্যা ছিল ৫২৮.৩৭ বিলিয়ন। এই পরিমাণ গত বছরের রেকর্ড ৬২৪.৪ বিলিয়ন ডলার থেকে তীব্রভাবে হ্রাস পেয়েছে।ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রায় প্রতিটি কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াচ্ছে। বিশ্ব অর্থনৈতিক সঙ্কট থেকে মুক্ত হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিশ্বব্যাপী কমছে। ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে চীন তার রিজার্ভে ১৫৯ বিলিয়ন ডলার হারিয়েছে, যা তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সর্বোচ্চ পতন।

দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং রাশিয়া, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বিশ্বের অর্থনৈতিক সংকটের অন্যতম কারণ। যার কারণ হিসেবে ৬৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ হারিয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল সূত্রে জানা যাচ্ছে ২০২২ সালের প্রথমার্ধে বিশ্বব্যাপী রিজার্ভ প্রায় ৮৮৪ বিলিয়ন ডলার কমেছে।

Related articles

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...
Exit mobile version