Sunday, November 9, 2025

Hooghly: পঞ্চমীতেই প্যান্ডেলে ভিড়, জগদ্ধাত্রী পুজোর আনন্দে মাতোয়ারা চন্দননগর

Date:

সুমন করাতি, হুগলি :

দুর্গাপুজো, কালীপুজোর পর এবার জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja) আনন্দে মাতোয়ারা চন্দননগরবাসী (People of Chandannagar)। সারা বছর এখানকার মানুষ অপেক্ষা করে থাকেন এই পাঁচটা দিনের জন্য। গত দু’বছর করোনার (Corona) কারণে সেভাবে ঐতিহ্যবাহী উৎসবের (Traditional Festival) আনন্দ উপভোগ করতে পারেননি চন্দননগরবাসী। তবে এবার চতুর্থীর রাত থেকেই রাস্তায় মানুষের ঢল। ভিড় (Puja Crowd) সামলাতে আগেভাগেই প্রস্তুত প্রশাসন (Administration)।

আজ ষষ্ঠী। রবিবারের ছুটির আমেজে হুগলির পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের গন্তব্য আজ শুধুই চন্দননগর (Chandannagar)। চন্দননগরের চেনা আলোকসজ্জা আর গগনচুম্বি মাতৃমূর্তি দেখার আগ্রহ বরাবরই ছিল। করোনার কারণে গত দুবছর উৎসবের উজ্জ্বল্য একটু ম্লান হলেও এবছর তা পুরোপুরি কাটিয়ে উঠতে প্রস্তুত ফরাসডাঙ্গা। চতুর্থীর রাত থেকেই দলে দলে মানুষ ভিড় জমাতে শুরু করেছেন বিভিন্ন পুজো মন্ডপে। আলোর শহর চন্দননগরের আলোর জাদুকরী দেখতে মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। প্রশাসনের পক্ষ থেকে দর্শনার্থীদের সুবিধার্থে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে । শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে চন্দননগর জুড়ে। পুজোর চার দিন যাতে নির্বিঘ্নে মানুষ প্রতিমা দর্শন এবং এখানকার বিখ্যাত শোভাযাত্রা প্রত্যক্ষ করতে পারেন করতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে । নিরাপত্তার জন্য ড্রোনেরও সাহায্য নেওয়া হচ্ছে। এছাড়াও প্রত্যেক পুজোমন্ডপে সিসিটিভির বন্দোবস্ত করা হয়েছে, এবং প্রতিদিন সন্ধ্যে থেকে পরদিন ভোর পর্যন্ত যান চলাচলের ওপর নিয়ন্ত্রণ জারি করা হয়েছে ।

 

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...
Exit mobile version