Sunday, November 9, 2025

Hooghly: পঞ্চমীতেই প্যান্ডেলে ভিড়, জগদ্ধাত্রী পুজোর আনন্দে মাতোয়ারা চন্দননগর

Date:

Share post:

সুমন করাতি, হুগলি :

দুর্গাপুজো, কালীপুজোর পর এবার জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja) আনন্দে মাতোয়ারা চন্দননগরবাসী (People of Chandannagar)। সারা বছর এখানকার মানুষ অপেক্ষা করে থাকেন এই পাঁচটা দিনের জন্য। গত দু’বছর করোনার (Corona) কারণে সেভাবে ঐতিহ্যবাহী উৎসবের (Traditional Festival) আনন্দ উপভোগ করতে পারেননি চন্দননগরবাসী। তবে এবার চতুর্থীর রাত থেকেই রাস্তায় মানুষের ঢল। ভিড় (Puja Crowd) সামলাতে আগেভাগেই প্রস্তুত প্রশাসন (Administration)।

আজ ষষ্ঠী। রবিবারের ছুটির আমেজে হুগলির পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের গন্তব্য আজ শুধুই চন্দননগর (Chandannagar)। চন্দননগরের চেনা আলোকসজ্জা আর গগনচুম্বি মাতৃমূর্তি দেখার আগ্রহ বরাবরই ছিল। করোনার কারণে গত দুবছর উৎসবের উজ্জ্বল্য একটু ম্লান হলেও এবছর তা পুরোপুরি কাটিয়ে উঠতে প্রস্তুত ফরাসডাঙ্গা। চতুর্থীর রাত থেকেই দলে দলে মানুষ ভিড় জমাতে শুরু করেছেন বিভিন্ন পুজো মন্ডপে। আলোর শহর চন্দননগরের আলোর জাদুকরী দেখতে মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। প্রশাসনের পক্ষ থেকে দর্শনার্থীদের সুবিধার্থে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে । শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে চন্দননগর জুড়ে। পুজোর চার দিন যাতে নির্বিঘ্নে মানুষ প্রতিমা দর্শন এবং এখানকার বিখ্যাত শোভাযাত্রা প্রত্যক্ষ করতে পারেন করতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে । নিরাপত্তার জন্য ড্রোনেরও সাহায্য নেওয়া হচ্ছে। এছাড়াও প্রত্যেক পুজোমন্ডপে সিসিটিভির বন্দোবস্ত করা হয়েছে, এবং প্রতিদিন সন্ধ্যে থেকে পরদিন ভোর পর্যন্ত যান চলাচলের ওপর নিয়ন্ত্রণ জারি করা হয়েছে ।

 

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...