Wednesday, November 12, 2025

সিবিআইকে দেওয়া ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করল তেলেঙ্গানা, তদন্তে প্রয়োজন সম্মতির

Date:

রাজ্যের বিষয়ে তদন্তের ক্ষেত্রে CBI-কে দেওয়া ‘জেনারেল কনসেন্ট’  প্রত্যাহার করে নিল তেলেঙ্গানা রাজ্য সরকার (Telengana State Government) । তেলেঙ্গানা হাই কোর্টকে ( Telengana High Court) এই বিষয়ে জানিয়েছেন তেলেঙ্গানার অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল। কয়েকদিন আগেই তেলেঙ্গানায় ঘোড়া কেনাবেচা করে সরকার ফেলার চেষ্টা করছে বিজেপি। এই অভিযোগে আদালতে মামলা দায়ের হয়। সিবিআই তদন্ত দাবি করে দায়ের হওয়া মামলার শুনানিতে এ কথা জানান অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল। অভিযোগ, টিআরএস (TRS) বিধায়কদের ভাঙিয়ে সরকার ফেলার ষড়যন্ত্র করেছিল বিজেপি। এই অভিযোগে হায়দরাবাদে ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

তেলেঙ্গানায় তদন্তের ক্ষেত্রে সিবিআইকে জেনারেল কনসেন্ট অর্থাৎ আগাম সম্মতি দেওয়া ছিল। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষিতে সেই অনুমতি প্রত্যাহার করে নেওয়া হল বলে মত রাজনৈতিক মহলের।

রবিবার, সিবিআইকে (CBI) দেওয়া সম্মতি প্রত্যাহারের বিষয়ে রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছে। দিল্লি পুলিশ এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট (Delhi Police Establishment Act) ১৯৪৬ অনুসারে কোনও রাজ্যে সিবিআই-এর কাজ করার ক্ষেত্রে রাজ্য সরকারের অনুমতি প্রয়োজন। তেলেঙ্গানার স্বরাষ্ট্রসচিব রবি গুপ্ত জানান, ২৩ সেপ্টেম্বর ২০১৬-তে তেলেঙ্গানা সরকারের জারি করা সম্মতি প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে কোনও মামলার ক্ষেত্রে তদন্তে তেলেঙ্গানা সরকারের সম্মতি নিতে হবে সিবিআইকে। তবে রাজ্য সরকার সুপারিশ প্রত্যাহারের পরেও হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের নির্দেশে তেলেঙ্গানায় তদন্ত চালাতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version