Thursday, November 13, 2025

সিবিআইকে দেওয়া ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করল তেলেঙ্গানা, তদন্তে প্রয়োজন সম্মতির

Date:

রাজ্যের বিষয়ে তদন্তের ক্ষেত্রে CBI-কে দেওয়া ‘জেনারেল কনসেন্ট’  প্রত্যাহার করে নিল তেলেঙ্গানা রাজ্য সরকার (Telengana State Government) । তেলেঙ্গানা হাই কোর্টকে ( Telengana High Court) এই বিষয়ে জানিয়েছেন তেলেঙ্গানার অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল। কয়েকদিন আগেই তেলেঙ্গানায় ঘোড়া কেনাবেচা করে সরকার ফেলার চেষ্টা করছে বিজেপি। এই অভিযোগে আদালতে মামলা দায়ের হয়। সিবিআই তদন্ত দাবি করে দায়ের হওয়া মামলার শুনানিতে এ কথা জানান অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল। অভিযোগ, টিআরএস (TRS) বিধায়কদের ভাঙিয়ে সরকার ফেলার ষড়যন্ত্র করেছিল বিজেপি। এই অভিযোগে হায়দরাবাদে ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

তেলেঙ্গানায় তদন্তের ক্ষেত্রে সিবিআইকে জেনারেল কনসেন্ট অর্থাৎ আগাম সম্মতি দেওয়া ছিল। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষিতে সেই অনুমতি প্রত্যাহার করে নেওয়া হল বলে মত রাজনৈতিক মহলের।

রবিবার, সিবিআইকে (CBI) দেওয়া সম্মতি প্রত্যাহারের বিষয়ে রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছে। দিল্লি পুলিশ এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট (Delhi Police Establishment Act) ১৯৪৬ অনুসারে কোনও রাজ্যে সিবিআই-এর কাজ করার ক্ষেত্রে রাজ্য সরকারের অনুমতি প্রয়োজন। তেলেঙ্গানার স্বরাষ্ট্রসচিব রবি গুপ্ত জানান, ২৩ সেপ্টেম্বর ২০১৬-তে তেলেঙ্গানা সরকারের জারি করা সম্মতি প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে কোনও মামলার ক্ষেত্রে তদন্তে তেলেঙ্গানা সরকারের সম্মতি নিতে হবে সিবিআইকে। তবে রাজ্য সরকার সুপারিশ প্রত্যাহারের পরেও হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের নির্দেশে তেলেঙ্গানায় তদন্ত চালাতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version