Friday, November 7, 2025

“ভুল করেছি”! মন্দিরে চুরি করা সামগ্রী ফিরিয়ে চিঠি লিখে ক্ষমাপ্রার্থনা চোরের

Date:

‘ভুল করেছি, ক্ষমা করে দিন’। নিজের কৃতকর্মে অনুতপ্ত (Regret) হয়ে চুরি (Theft) করা সমস্ত সামগ্রী ফিরিয়ে দিলেন চোর। সেইসঙ্গে চুরি করার জন্য ক্ষমা চেয়ে চিঠিও লিখেছেন অভিযুক্ত (Accused)। এমনই আশ্চর্যজনক ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বালাঘাট জেলায়।

সম্প্রতি শান্তিনাথ দিগম্বর মন্দিরে ঢুকে একাধিক সামগ্রী চুরি করে এক যুবক। খোয়া গিয়েছিল মন্দিরের রুপো ও পিতলের একাধিক জিনিসপত্র। অতিরিক্ত পুলিশ সুপার বিজয় দাবর জানিয়েছেন, গত ২৪ অক্টোবর লামতা থানা এলাকার ওই মন্দিরে চুরির ঘটনা ঘটে। তারপর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি (Search) শুরু করেছিল পুলিশ। কিন্তু বেশ কয়েকদিন কেটে গেলেও চোরকে গ্রেফতার (Arrest) করা যায়নি। এরইমধ্যে গত শুক্রবার লামতা এলাকায় পঞ্চায়েত অফিসের সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন একটি জৈন পরিবার। এরপরই বিষয়টি নজরে আসতেই পুলিশকে জানান তাঁরা। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যাগটি খুলতেই মন্দির থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়। পাশাপাশি উদ্ধার হয় চোরের লেখা একটি চিঠিও। চিঠিতে লেখা ‘আমার কাজের জন্য ক্ষমা চাইছি। একটা ভুল করেছি। আমায় ক্ষমা করে দিন। চুরির পর অনেক ভুগেছি।

প্রতিদিনই বিশ্বের কোথাও না কোথাও কিছু না কিছু চুরির ঘটনা ঘটে! তার মধ্যে কিছু জিনিস পুলিশ উদ্ধার করতে পারলেও অনেক জিনিস উদ্ধার করা সম্ভব হয়না। কিন্তু, চুরি করে জিনিস ফেরত দিয়ে যাচ্ছে চোর বা চুরির জন্য ক্ষমা স্বীকার করে চিঠি পাঠাচ্ছে! এমন ঘটনা শোনা যায় না বললেই চলে। কিন্তু, অদ্ভুত সেই ঘটনাই এবার ঘটেছে মধ্যপ্রদেশে।

Related articles

পয়লা ডিসেম্বর থেকে ফের শুরু সেবাশ্রয়: সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন স্বয়ং অভিষেক

শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন উপলক্ষে ঘাসফুলের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।...

SIR কাড়ল আরও ২ প্রাণ, বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের বলি এবার কুলপি- সাঁইথিয়ায়

এসআইআরের (SIR) নামে বিজেপির (BJP) রাজনৈতিক ষড়যন্ত্র এবং ভয়ের পরিবেশ তৈরি রাজ্যে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে।...

বৃষ্টি নেই বাংলায়, ঊর্ধ্বমুখী তাপমাত্রায় অমিল কনকনে শীতের আমেজ!

!জাঁকিয়ে শীত (winter) এখনই নয়, তবে সকাল-রাতে হালকা হিমেল ছোঁয়া শিহরণ জাগাচ্ছিল বাঙালির মনে প্রাণে। শুক্রবার সকালে তাপমাত্রার...

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...
Exit mobile version