Wednesday, August 27, 2025

রাজনীতিতে আসবেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut) এই জল্পনা বহুদিনের। বরাবরই মোদি (Narendra Modi) ঘনিষ্ঠ অভিনেত্রী বিজেপির(BJP) নীতির ওপর আস্থা রেখেছেন। সম্প্রতি মহারাষ্ট্রের ঘটনার সময়ে মোদি সরকারের পাশে থেকে উদ্ভব ঠাকরের (Udvab Thakrey) সরকারের বিরোধিতা করতে দেখা গেছে তাঁকে। বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাউত (Kangana Ranaut) নিজেই জানিয়েছেন যে সুযোগ পেলে ২০২৪ সালে লোকসভা ভোটে হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি। এবার এই দাবির পরই কঙ্গনাকে বিজেপিতে স্বাগত জানালেন জে পি নাড্ডা (J P Nadda)। তবে সেটা শর্তসাপেক্ষে।

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে গান্ধীমূর্তি ভাঙল  দুষ্কৃতীরা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা এবার রাজনীতির ময়দানে ব্যাটিং করতে চান। নমোকে প্রতিপক্ষহীন বলেই মনে করেন অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই তাঁর কথাবার্তায় আঁচ করা যাচ্ছিল যে তিনি হয়তো বিজেপিতে অফিশিয়ালি যোগ দেবেন। সম্প্রতি একটি টক শো-তে তাঁকে প্রশ্ন করা হয়, রাজনীতির ময়দানে পা রাখা নিয়ে তিনি কী ভাবছেন? কঙ্গনা খুব শান্ত গলায় মিষ্টি হেসে উত্তর দেন, যদি হিমাচল প্রদেশের জনগণ তাঁকে মান্ডি থেকে প্রার্থী হিসেবে দেখতে চান, তা হলে সেক্ষেত্রে তাঁর কোনও আপত্তি নেই। এই প্রসঙ্গে পার্টির ইচ্ছেকেই গুরুত্ব দেন অভিনেত্রী। এরপরই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা কঙ্গনা রানাউতকে দলে যোগদানের জন্য স্বাগত জানান। তবে এর পাশাপাশি শর্ত বেঁধে দেন নাড্ডা। শুধুমাত্র ভোটের টিকিট পাওয়ার জন্য দলে যোগদান করা বিজেপি সমর্থন করে না, আকারে ইঙ্গিতে যেন সেটাকেই বোঝাতে চান তিনি। সক্রিয় রাজনীতিতে প্রবেশ করার ইচ্ছে প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল দলে যোগ দিলেই কি তবে নির্বাচনে লড়ার টিকিট পেয়ে যাবেন কঙ্গনা? এ প্রশ্নের জবাবেই নাড্ডা শর্ত বেঁধে দিয়েছেন। তিনি জানান, লোকসভা ভোটের লড়ার টিকিট পাবেন কিনা, এ বিষয়ে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া যায় না।

 

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version