Wednesday, December 17, 2025

রাজনীতিতে আসবেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut) এই জল্পনা বহুদিনের। বরাবরই মোদি (Narendra Modi) ঘনিষ্ঠ অভিনেত্রী বিজেপির(BJP) নীতির ওপর আস্থা রেখেছেন। সম্প্রতি মহারাষ্ট্রের ঘটনার সময়ে মোদি সরকারের পাশে থেকে উদ্ভব ঠাকরের (Udvab Thakrey) সরকারের বিরোধিতা করতে দেখা গেছে তাঁকে। বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাউত (Kangana Ranaut) নিজেই জানিয়েছেন যে সুযোগ পেলে ২০২৪ সালে লোকসভা ভোটে হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি। এবার এই দাবির পরই কঙ্গনাকে বিজেপিতে স্বাগত জানালেন জে পি নাড্ডা (J P Nadda)। তবে সেটা শর্তসাপেক্ষে।

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে গান্ধীমূর্তি ভাঙল  দুষ্কৃতীরা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা এবার রাজনীতির ময়দানে ব্যাটিং করতে চান। নমোকে প্রতিপক্ষহীন বলেই মনে করেন অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই তাঁর কথাবার্তায় আঁচ করা যাচ্ছিল যে তিনি হয়তো বিজেপিতে অফিশিয়ালি যোগ দেবেন। সম্প্রতি একটি টক শো-তে তাঁকে প্রশ্ন করা হয়, রাজনীতির ময়দানে পা রাখা নিয়ে তিনি কী ভাবছেন? কঙ্গনা খুব শান্ত গলায় মিষ্টি হেসে উত্তর দেন, যদি হিমাচল প্রদেশের জনগণ তাঁকে মান্ডি থেকে প্রার্থী হিসেবে দেখতে চান, তা হলে সেক্ষেত্রে তাঁর কোনও আপত্তি নেই। এই প্রসঙ্গে পার্টির ইচ্ছেকেই গুরুত্ব দেন অভিনেত্রী। এরপরই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা কঙ্গনা রানাউতকে দলে যোগদানের জন্য স্বাগত জানান। তবে এর পাশাপাশি শর্ত বেঁধে দেন নাড্ডা। শুধুমাত্র ভোটের টিকিট পাওয়ার জন্য দলে যোগদান করা বিজেপি সমর্থন করে না, আকারে ইঙ্গিতে যেন সেটাকেই বোঝাতে চান তিনি। সক্রিয় রাজনীতিতে প্রবেশ করার ইচ্ছে প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল দলে যোগ দিলেই কি তবে নির্বাচনে লড়ার টিকিট পেয়ে যাবেন কঙ্গনা? এ প্রশ্নের জবাবেই নাড্ডা শর্ত বেঁধে দিয়েছেন। তিনি জানান, লোকসভা ভোটের লড়ার টিকিট পাবেন কিনা, এ বিষয়ে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া যায় না।

 

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version