Wednesday, May 14, 2025

করোনা মোকাবিলায় ব্যর্থ বলসোনারো, ব্রাজিলে রাষ্ট্রপতি নির্বাচনে রাজকীয় প্রত্যাবর্তন বামপন্থী লুলার

Date:

ফের ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বর্ষীয়ান বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এই নিয়ে তিনবার ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তিনি। সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বলসোনারোকে হারিয়ে রাজকীয় রাজনৈতিক প্রত্যাবর্তন ঘটালেন লুলা দা সিলভা। জানা গিয়েছে, এই নির্বাচনে লুলা পেয়েছেন ৫১ শতাংশ ভোট অন্যদিকে বলসোনারোর জন্য রয়েছে ৪৯ শতাংশ।

যদিও বলসনার শিবিরের দাবি, ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম জালিয়াতি করা হয়েছে। আদালত থেকে শুরু করে সংবাদ মাধ্যমএবং অন্যান্য প্রতিষ্ঠানগুলি ডানপন্থি আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তাই ঘুরপথে ফের বামপন্থীদের প্রত্যাবর্তন। ব্রাজিলের মানুষ বলসনার সঙ্গেই আছেন। বলসোনারো, ভিট্রিওলিক কট্টরপন্থী রক্ষণশীল। তিনি “ট্রপিক্যাল ট্রাম্প” নামেও পরিচিত। গণতান্ত্রিক ব্রাজিলে বলসোনারো প্রথম রাষ্ট্রপতি, যিনি দ্বিতীয়বার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলেন না। ব্রাজিলের রাজনৈতিক মহল মনে করছে, বলসোনারো চার বছর আগে জিতলেও কোভিড মহামারি প্রতিরোধে তাঁর সরকার বিপর্যয় ঘটানোর জন্য সমালোচনার মুখে পড়েন। করোনা মোকাবিলা করতে ব্যর্থ বলসোনারো সরকারের আমলে ব্রাজিলে প্রায় à§­ লক্ষ মানুষের মৃত্যু হয়। এবার রাষ্ট্রপতি। নির্বাচনে তার প্রভাব পড়েছে।

অন্যদিকে, অত্যাশ্চর্য প্রত্যাবর্তন বামপন্থী নেতা লুলা দা সিলভার। এর আগে তিনি ২০১০ সালে ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি হিসাবে দফতর ছেড়েছিলেন। সেই সময় দুর্নীতির অভিযোগে ১৮ মাস জেলবন্দী করা হয় লুলা দা সিলভাকে। সেই সময় তাঁর ভাবমূর্তি নষ্ট হলেও অভিযোগ প্রমাণ করা যায়নি। এবং তিনি ৭৭ বছর বয়সে আবার ফিরে এসেছেন তৃতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে। লুলার ওয়ার্কার্স পার্টির (পিটি) সমর্থকরা গোটা দেশে বিজয় উৎসব উদযাপন করেছেন। রাজধানী রিও ডি জেনিরোতে আতশবাজি ফাটান হয় এবং সাও পাওলোতে সমর্থকদের উল্লাসে ফেটে পড়তে দেখা যায়।

আরও পড়ুন:গুজরাটের সেতু বিপর্যয়ে প্রাণ গেল বঙ্গসন্তানের

 

Related articles

গুরুতর আহত তৃণমূল বিধায়ক তাপস সাহা! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে 

বাড়িতে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হলেন তেহট্টর তৃণমূল বিধায়ক তাপস সাহা। সূত্রের খবর অনুযায়ী, বুধবার সকাল আটটা নাগাদ...

এবারের আইপিএলে প্রথম বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর দিল্লিতে

অবশেষে আইপিএলে(IPL) বাংলাদেশের ক্রিকেটার। পরিবর্তিত সূচী অনুযায়ী আইপিএল শুরু হওয়ার আগেই দিল্লি ক্যাপিটালস(Delhi Capitals) শিবিরে বাংলাদেশী পেসার মুস্তাফিজুর...

সাতদিন আগে মৃত বাঘিনী বার্ড-ফ্লু আক্রান্ত! বন্ধ একের পর এক চিড়িয়াখানা

সাতদিন ধরে একের পর এক পশুর মৃত্যু উত্তরপ্রদেশের গোরখপুর চিড়িয়াখানায়। সাতদিন পরে প্রথম মৃত্যুতে রিপোর্ট প্রকাশ্যে আসে। তাতে...

রাজ্যজুড়ে শনি-রবিতে শহিদদের শ্রদ্ধা জানাবে তৃণমূল: ঘোষণা দলনেত্রীর

পহেলগাঁও(Pahalgam) জঙ্গিহামলার জবাবে ভারতের প্রত্যাঘাতে ক্ষতবিক্ষত পাকিস্তান। কিন্তু পাকসেনার পাল্টা হামলায় শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকজন বীর...
Exit mobile version