Monday, November 10, 2025

করোনা মোকাবিলায় ব্যর্থ বলসোনারো, ব্রাজিলে রাষ্ট্রপতি নির্বাচনে রাজকীয় প্রত্যাবর্তন বামপন্থী লুলার

Date:

ফের ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বর্ষীয়ান বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এই নিয়ে তিনবার ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তিনি। সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বলসোনারোকে হারিয়ে রাজকীয় রাজনৈতিক প্রত্যাবর্তন ঘটালেন লুলা দা সিলভা। জানা গিয়েছে, এই নির্বাচনে লুলা পেয়েছেন ৫১ শতাংশ ভোট অন্যদিকে বলসোনারোর জন্য রয়েছে ৪৯ শতাংশ।

যদিও বলসনার শিবিরের দাবি, ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম জালিয়াতি করা হয়েছে। আদালত থেকে শুরু করে সংবাদ মাধ্যমএবং অন্যান্য প্রতিষ্ঠানগুলি ডানপন্থি আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তাই ঘুরপথে ফের বামপন্থীদের প্রত্যাবর্তন। ব্রাজিলের মানুষ বলসনার সঙ্গেই আছেন। বলসোনারো, ভিট্রিওলিক কট্টরপন্থী রক্ষণশীল। তিনি “ট্রপিক্যাল ট্রাম্প” নামেও পরিচিত। গণতান্ত্রিক ব্রাজিলে বলসোনারো প্রথম রাষ্ট্রপতি, যিনি দ্বিতীয়বার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলেন না। ব্রাজিলের রাজনৈতিক মহল মনে করছে, বলসোনারো চার বছর আগে জিতলেও কোভিড মহামারি প্রতিরোধে তাঁর সরকার বিপর্যয় ঘটানোর জন্য সমালোচনার মুখে পড়েন। করোনা মোকাবিলা করতে ব্যর্থ বলসোনারো সরকারের আমলে ব্রাজিলে প্রায় ৭ লক্ষ মানুষের মৃত্যু হয়। এবার রাষ্ট্রপতি। নির্বাচনে তার প্রভাব পড়েছে।

অন্যদিকে, অত্যাশ্চর্য প্রত্যাবর্তন বামপন্থী নেতা লুলা দা সিলভার। এর আগে তিনি ২০১০ সালে ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি হিসাবে দফতর ছেড়েছিলেন। সেই সময় দুর্নীতির অভিযোগে ১৮ মাস জেলবন্দী করা হয় লুলা দা সিলভাকে। সেই সময় তাঁর ভাবমূর্তি নষ্ট হলেও অভিযোগ প্রমাণ করা যায়নি। এবং তিনি ৭৭ বছর বয়সে আবার ফিরে এসেছেন তৃতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে। লুলার ওয়ার্কার্স পার্টির (পিটি) সমর্থকরা গোটা দেশে বিজয় উৎসব উদযাপন করেছেন। রাজধানী রিও ডি জেনিরোতে আতশবাজি ফাটান হয় এবং সাও পাওলোতে সমর্থকদের উল্লাসে ফেটে পড়তে দেখা যায়।

আরও পড়ুন:গুজরাটের সেতু বিপর্যয়ে প্রাণ গেল বঙ্গসন্তানের

 

Related articles

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...

রিচার নামে স্টেডিয়ামকে স্বাগত, ট্রোলিং নিয়ে সোজা সাপটা জবাব দিলেন সৌরভ

বিশ্বজয়ী ক্রিকেটার তথা উত্তরবঙ্গের ভূমিকন্যা রিচা ঘোষের(Rich Ghosh) নামে স্টেডিয়াম তৈরি হবে শিলিগুড়িতে। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক...

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...
Exit mobile version