Thursday, August 21, 2025

পরিবারের স্বচ্ছলতার কথা ভেবে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর যুবক। গুজরাটেই সোনা-রুপোর কাজ শিখেছিলেন। রবিবার ছুটির দিনে বন্ধুদের সঙ্গে মোরবির মচ্ছু নদীর উপরের কেবল ব্রিজ দেখতে গিয়েছিলেন তিনি। কিন্তু তা দেখতে যাওয়াই কাল হল বর্ধমানের ওই যুবকের। যাওয়ার সময়েও কেউ টের পাননি এমন বিপদ আসতে চলেছে। রবিবার সন্ধ্যায় হুড়মুড়িয়ে আচমকাই ভেঙে পড়ল ঝুলন্ত সেতু । আর তাতেই প্রাণ গেল বঙ্গসন্তানের।

আরও পড়ুন:ফিটনেস সার্টিফিকেট ছাড়াই খুলে দেওয়া হয় সেতু, গুজরাত বিপর্যয়ে দায় ঝেড়ে ফেলার চেষ্টায় বিজেপি সরকার

জানা গেছে, নিহত হাবিবুল শেখ, পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দু’নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েত কেশববাটি এলাকার বাসিন্দা। ছোট থেকে বেশ মেধাবী।তবে অভাব প্রতি মুহূর্তে স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই মেধাবী ছাত্র হাবিবুলকে একাদশ শ্রেণির পরই পড়াশোনায় ইতি টানতে হয়। পরিবার সূত্রে খবর, প্রায় মাস দশেক আগে কাজের সূত্রে গুজরাটে যায় হাবিবুল। সেখানে সোনা-রুপোর কারিগরের কাজ পেয়েছিলেন তিনি। আগে থেকেই সেখানে কাজ করতেন হাবিবুলের কাকা। তাঁর কাছেই থাকতেন সেতু বিপর্যয়ে নিহত যুবক। রবিবার ছুটি ছিল। বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন গুজরাটের মোরবির মচ্ছু নদীর উপরের ব্রিজে। আর তখনই ভেঙে পড়ে সেতু। আর পাঁচজনের মতো মচ্ছু নদীতে তলিয়ে যান হাবিবুল। বেশ কিছুক্ষণ নিখোঁজ থাকার পর উদ্ধার হয় হাবিবুলের নিথর দেহ।এরপর গভীর রাতে তাঁর কাকাই বাড়িতে ফোন করে বর্ধমানের বাড়িতে দুঃসংবাদ জানান।যা শুনে কান্নায় ভেঙে পড়ে হাবিবুলের পরিবার।

নিহত হাবিবুলের বাবা মহিবুল শেখ বলেন, “ছেলে সোনার কাজের জন্য গুজরাটে গিয়েছিল। সেখানেই কাকার কাছে থাকত। রবিবার বন্ধুদের সঙ্গে কেবল ব্রিজ দেখতে গিয়েছিল। তারপরেই জানতে পারলাম ও আর নেই।” ছেলের মৃত্যুসংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন হাবিবুলের বাবা। চোখের জল বাঁধ মানছে না তাঁর। পরিবারের অন্যান্যদের চোখেও জল। আপাতত দেহ গ্রামে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন কেশববাটির বাসিন্দারা।

এদিকে নিহত হাবিবুলের পরিবারের সঙ্গে দেখা করেন পূর্বস্থলীর আইসি। সবরকম প্রয়োজনে হাবিবুলের পরিবারের পাশে থাকবে রাজ্য সরকার বলেও জানানো হয়েছে। আজ একটি টুইটে একথা জানান তৃণমূল নেতা কুণাল ঘোষ।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version