Friday, August 29, 2025

শত্রুপক্ষের নাইট ভিশন ডিভাইসও চিহ্নিত করতে পারবে না, ভারতীয় সেনাবাহিনীতে অত্যাধুনিক পোশাক

Date:

ভারতীয় সেনাবাহিনীতে এবার আসতে চলেছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি “অ্যাডভান্সড কমব্যাক্ট পোশাক”। কী বিশেষত্ব রয়েছে এই পোশাকে? জানা গিয়েছে, যে কোনও পরিবেশে, যে কোনও আবহাওয়াতে ব্যবহার করা যাবে উন্নত প্রযুক্তির এই বিশেষ ধরণের পোশাক। রাতের অন্ধকারে শত্রুপক্ষের নাইট ভিশন ডিভাইসও চিহ্নিত করতে পারবে না এই পোশাককে। শুধু তাই নয়, জওয়ানদের স্বাস্থ্যের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে এই পোশাকে। যেখানে থাকবে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ফিনিস। অর্থাৎ, যে কোনও সংক্রমণ থেকেও রেহাই মিলবে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, বিদেশি নয়, সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতেই তৈরি হচ্ছে এই পোশাক। যা আত্মনির্ভর ভারতের একটি বড় উদ্যোগ বলে দাবি করছে প্রতিরক্ষা মন্ত্রক।বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর যে কমব্যাক্ট পোশাক রয়েছে, তা যথেষ্ট উন্নতমানের। তবে, যে নতুন পোশাক আনা হচ্ছে, তা আরও বেশি উন্নত এবং প্রযুক্তিসম্পন্ন। আমেরিকার সেনাবাহিনী এই ধরনের পোশাক ব্যবহার করে। এবার সেই ধরনের পোশাক পরবে ভারতীয় সেনারাও। চলতি মাসে গুজরাতে অনুষ্ঠিত ডিফেন্স এক্সপো’তে এই পোশাক প্রদর্শন করা হয়েছিল।

জানা গিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যুক্ত “ট্রুপ কমফোর্টস লিমিটেড” ভারতীয় জওয়ানদের জন্য এই পোশাক তৈরি করেছে। এই সংস্থা বিভিন্ন ধরনের উন্নত পোশাক, অতিরিক্ত ঠান্ডা থেকে রক্ষার বিভিন্ন ধরনের জিনিস, মাউন্টেনিয়ারিংয়ের জিনিস, কভার, চামড়ার জিনিসপত্র তৈরি করে। তাদের উপরেই এই অ্যাডভান্সড কমব্যাক্ট পোশাক তৈরির ভার দেওয়া হয়েছে। এই নতুন পোশাক আরও বেশি আরামদায়কও। কারণ, সেনাবাহিনীর জওয়ানদের বিভিন্ন আবহাওয়ায় দীর্ঘক্ষণ এই ধরনের পোশাক পরে ডিউটি করতে হয়। তাই আরামদায়ক হাওয়া বাধ্যতামূলক।

আরও পড়ুন:“রাজনৈতিক বিরোধ থাকলেও আমাদের ব্যক্তিগত শত্রুতা নেই”, মমতাকে তাৎপর্যপূর্ণ চিঠি অধীরের

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version