Thursday, November 6, 2025

“রাজনৈতিক বিরোধ থাকলেও আমাদের ব্যক্তিগত শত্রুতা নেই”, মমতাকে তাৎপর্যপূর্ণ চিঠি অধীরের

Date:

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাৎপর্যপূর্ণ চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। চিঠিতে কংগ্রেস সাংসদ উল্লেখ করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর রাজনৈতিক মতপার্থক্য রয়েছে। আগামীদিনেও থাকবে। তাই বলে তৃণমূল নেত্রীর সঙ্গে তিনি কখনও ব্যক্তিগত শত্রুতা চান না। মমতা বন্দ্যোপাধ্যায়ও এমনটাই চান বলে মনে করেন অধীর।

সম্প্রতি স্থানীয় একটি ইস্যুতে মুখ্যমন্ত্রীকে সরাসরি চিঠি লেখেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। সেখানেই এমনই সব মন্তব্য করেছেন তিনি। অধীর যেভাবে মমতাকে লেখা চিঠিতে তাঁর এবং মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সমীকরণের প্রসঙ্গ তুলে ধরেছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তাই শুরু হয়েছে নয়া জল্পনাও।

ঠিক কী কারণে চিঠি? জানা গিয়েছে, অধীরের জেলা মুর্শিদাবাদের বহরমপুরে স্থানীয় একটি ক্লাবের কালীপুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি দেওয়া নিয়ে জেলা প্রশাসনের টালবাহানার বিষয়ে মুখ্যমন্ত্রীকে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর অভিযোগ, জেলায় শাসক দলের নেতাদের চাপের প্রথমে সবুজ সঙ্কেত দিয়েও পরে পিছিয়ে গিয়েছে প্রশাসন। এই প্রসঙ্গেই অধীর তাঁর চিঠিতে বেশ কয়েক লাইন লিখেছেন তাঁর সঙ্গে মমতার রাজনৈতিক সম্পর্ক নিয়ে।

চিঠির একটি অংশে অধীর চৌধুরী লিখেছেন, “আমরা উভয়েই জানি যে, আমরা পরস্পরের রাজনৈতিক বিরোধী। কিন্তু কেউ আমরা ব্যক্তি শত্রু নই। আমি বরাবর আপনার রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা করে এসেছি। ভবিষ্যতেও তা করে যাব। কিন্তু আমার তরফে আপনার প্রতি কখনওই ব্যক্তিগত শত্রুতার মনোভাব নেই। আমাদের সর্বদা ব্যক্তিগত সৌজন্য এবং জনজীবনে সামাজিক মান বজায় রেখে চলা উচিত। একমাত্র লক্ষ্য হওয়া উচিত রাজ্যের মানুষের সেবা।” খুব স্বাভাবিকভাবেই অধীরের এমন চিঠির পর রাজনৈতিক মহলে জোরচর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন:নৈহাটিতে তৃণমূল কর্মী খু*নে গ্রেফতার ২

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version