Thursday, August 28, 2025

বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না ক্যাম্পাসে! কড়া পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের  

Date:

বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে এবার কড়া পদক্ষেপ নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষ। এবার থেকে বিনা অনুমতিতে বহিরাগতরা (Outsiders) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (Campus) প্রবেশ করতে পারবেন না। এই সংক্রান্ত নোটিশ (Notice) ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গেটে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে সন্ধের পর থেকে নেশার আসর বাড়ছিল। যার ফলে ক্যাম্পাসে পঠনপাঠন (Study) বা গবেষণার (Research) কাজ নিয়েও আশঙ্কা প্রকাশ করেছিলেন শিক্ষকরা। এই মদ্যপ যুবকদের অধিকাংশই বহিরাগত। এমনও অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেখানে মদ্যপ যুবকদের হাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আক্রান্ত হয়েছেন। এর আগে একাধিক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। যার অন্যতম কারণ হিসাবে তুলে ধরা হয় বহিরাগত প্রবেশের বিষয়টি। মাদকের নেশা রুখতে আগেই তৎপর হয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার বহিরাগত প্রবেশ রুখতে কঠোর পদক্ষেপ নিল যাদবপুর। অনুমতি না নিয়ে ক্যাম্পাস চত্বরে ঢোকা যাবে না বলে ইতিমধ্যে নোটিশ (Notice) জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য (Pro Vice Chancellor) চিরঞ্জীব ভট্টাচার্য জানান, যে কোনও প্রতিষ্ঠানেই শৃঙ্খলার দিকটি নজরে রাখা কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে পড়ে। তার জন্য বেশ কিছু পদক্ষেপও করতেই হয়। এটিও তার মধ্যেই পড়ে। সহ উপাচার্য আরও জানান, মাঝখানে বহিরাগতদের জন্য অনেকগুলো সমস্যা হয়েছে। বেশ কিছু ঘটনা ঘটেছিল যা ভীষণভাবে অনভিপ্রেত। এই বহিরাগতদের সঙ্গে এখানকার পড়ুয়াদের একটা অভ্যন্তরীন সমস্যাও প্রকট হচ্ছিল। সে কারণেই কিছু কিছু পদক্ষেপ আমরা করেছি।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version