Friday, July 4, 2025

বয়স পেরলেও নিতে হবে ইন্টারভিউ, টেটে ভুল প্রশ্নপত্র মামলায় নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

বয়স পেরলেও নিতে হবে ইন্টারভিউ। ২০১৪ সালের প্রাইমারি টেটে ভুল প্রশ্নপত্র সংক্রান্ত একটি মামলায় আজ, সোমবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলার রায়দানের সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “মামলাকারী চাকরিপ্রার্থী নয়, এটা বোর্ডের ভুল। বোর্ডকেই তার খেসারত দিতে হবে। ফলে প্রাথমিক পর্ষদ, যাদের এখন লোকে দুর্নীতি আর বেআইনি কাজের জায়গা হিসেবে চেনেন, তারাই বঞ্চিত প্রার্থীকে চাকরি দেবে।” প্রাইমারি টেটে প্রশ্ন ভুল মামলায় আগেও চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গত, ২০১৪ সালের প্রাইমারি টেটের প্রশ্নপত্রে ৬টি প্রশ্ন ভুল ছিল। ফলে টেট পাশ করতে পারেননি অনেক চাকরিপ্রার্থী। টেট উত্তীর্ণ না হওয়ায় ডাক পাননি ইন্টারভিউতেও। প্রাথমিক পর্ষদ যতদিনে জানিয়েছে প্রশ্ন ভুল থাকায় ৬ নম্বর অতিরিক্ত পাবেন চাকরিপ্রার্থী, ততদিনে অনেকের চাকরির বয়স পেরিয়ে গিয়েছে। ফলে নিয়োগের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। সেই প্রার্থীদের মধ্যে একজন নেফাউর শেখ। এদিন তাঁর মামলার শুনানি ছিল। সেই মামলায় ফের নজিরবিহীন নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বয়স পেরলেও হাইকোর্টের নির্দেশে এবার ওই চাকরিপ্রার্থীর ইন্টারভিউ নিতে হবে পর্ষদকে। এবং পাশ করলে দিতে হবে নিয়োগ।

নেফাউর শেখ মামলায় এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আরও নির্দেশ, প্রাথমিক শিক্ষা পর্ষদ বোর্ড একটি ইন্টারভিউ বোর্ড গঠন করবে। ২০১৬ সালের গাইডলাইন অনুযায়ী চার সপ্তাহের মধ্যে ইন্টারভিউ নিতে হবে। সেখানে উত্তীর্ণ হলে চাকরি দিতে হবে মামলাকারী নেফাউর শেখকে। তাঁকে প্রশিক্ষিত চাকরিপ্রার্থী হিসেবে ধরা হবে। বোর্ডকে রিপোর্ট জমা করার জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version