Friday, November 7, 2025

নৈহাটির শিবদাসপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। আমডাঙা এলাকা থেকে ঘটনার মূল অভিযুক্ত আশিফুল ওরফে বাচ্চা ও ফারুককে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ। এই ঘটনায় আর কারা কারা জড়িত, তার খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:শ্যুটআউটে আহত তৃণমূল কর্মীর মৃ*ত্যু, থমথমে নৈহাটি

শনিবার ভরসন্ধ্যায় শিবদাসপুরে আচমকা হানা দেন কয়েক জন দুষ্কৃতী। পর পর বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়, সেই সঙ্গে বোমাও ফাটান দুষ্কৃতীরা। এই ঘটনায় গুলিবিদ্ধ হন এলাকার তৃণমূল কর্মী জাকির হোসেন। তাঁকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ। তাঁর শরীরের তিন জায়গায় গুলি লাগে। পরে হাসপাতালে মৃত্যু হয় জাকিরের।এরপরই উত্তপ্ত হয়ে ওঠে গ্রামের পরিস্থিতি। ঘটনার নেপথ্যে নাম উঠে আসে আশিফুল ওরফে বাচ্চা নামে এক নাবালকের নাম।তারপর থেকেই আশাবুলের খোঁজে তল্লাশি চালায় পুলিশ।

রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বারাসত জেলা পুলিশের এসডিপিও (হাবরা) রোহিত শেখ ও আমডাঙা থানার আইসি অঞ্জনকুমার দত্তের নেতৃত্বে আমডাঙার প্রভাকরকাটির বাঁশবাগানে অভিযান চালানো হয়। সেখান থেকেই ধরা পড়ে আশিফুল রহমান ওরফে বাচ্চা এবং ফারুক হোসেন।ফারুকের বাড়ি আমডাঙার শিকারিরা গ্রামে। ২ জনের বয়সই ১৮ বছর। পুলিশ জানিয়েছে, ধৃত আশিফুল শিবদাসপুরের কন্দপুকুর গ্রামের বাসিন্দা।তাঁদের  ২ জনের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।তাঁদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় যুক্ত আরও দুষ্কৃতীদের সন্ধান চালাচ্ছে পুলিশ।

Related articles

পয়লা ডিসেম্বর থেকে ফের শুরু সেবাশ্রয়: সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন স্বয়ং অভিষেক

শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন উপলক্ষে ঘাসফুলের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।...

SIR কাড়ল আরও ২ প্রাণ, বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের বলি এবার কুলপি- সাঁইথিয়ায়

এসআইআরের (SIR) নামে বিজেপির (BJP) রাজনৈতিক ষড়যন্ত্র এবং ভয়ের পরিবেশ তৈরি রাজ্যে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে।...

বৃষ্টি নেই বাংলায়, ঊর্ধ্বমুখী তাপমাত্রায় অমিল কনকনে শীতের আমেজ!

!জাঁকিয়ে শীত (winter) এখনই নয়, তবে সকাল-রাতে হালকা হিমেল ছোঁয়া শিহরণ জাগাচ্ছিল বাঙালির মনে প্রাণে। শুক্রবার সকালে তাপমাত্রার...

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...
Exit mobile version