Monday, January 12, 2026

প্রিন্সটন ক্লাবে সুশি এবং ডাম্পলিং ফেস্টিভ্যাল

Date:

Share post:

আপনি কি সুশি প্রেমিক(Sushi lovers)? স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি স্বাদের পরিবর্তন খুঁজছেন? যদি সেই বিদেশি ভোজ পেয়ে যান আপনার শহরেই? উদ্ভাবনি, স্বাস্থ্যকর সুশি ও ডম্পলিং এ মাততে এবং জাপান ও দক্ষিণ চিনের এক টুকরো উপভোগ করতে তাহলে আসতেই হবে প্রিন্সটন ক্লাবে।

আগামী ২৭ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত এই সুশি এবং ডাম্পলিং ফেস্টিভ্যালের আয়োজন করতে চলেছে প্রিন্সটন ক্লাব। উৎসবের মরসুমে মশলাদার খাবারের এঘেয়েমির পর অতিথিদের তালুতে ভিন্ন স্বাদ দিতে এই নতুন আয়োজন। থাকছে রকমারি স্বাদের স্বাস্থ্যকর মেনু। আলুর স্টার্চ এবং গমের মাড় দিয়ে তৈরি বিশেষ গ্লুটেন মুক্ত ডাম্পলিং, যা আপনাকে দিতে পারে ভিন্ন স্বাদ সহ স্বাস্থকর ডায়েট। এছাড়া থাকছে বিভিন্ন ধরণের সুশি ও ডাম্পিং এর সম্ভার। যেমন- প্রন টেম্পোরা সুশি – এই সুশির একটি প্রধান অংশ সুস্বাদু চিংড়ি, যা কম বেশি সকলের কাছেই লোভনীয়। এছাড়া থাকছে অ্যাভোকাডো সান ড্রাইড টমেটো সুশি, ক্রিস্টাল কর্ন অ্যাসপারাগাস ডাম্পলিংস এবং ক্রিস্টাল চিকেন ডাম্পলিংস-এর মত স্বাস্থকর ও সুস্বাদু মেনু। এছাড়া পিকল্ড ভেজ অ্যাসপারাগাস রোল ও থাকতে চলেছে আপনার পাতে।

প্রিন্সটন ক্লাবের অপারেশনস ম্যানেজার সঞ্জয় কর্মকার বলেন,- “প্রিন্সটন ক্লাবে আমরা আমাদের মূল্যবান সদস্য এবং অতিথিদের জন্য সময়ে সময়ে বিভিন্ন ধরনের রান্নার অভিজ্ঞতা নিয়ে আসতে থাকি। এই উৎসবের মরশুমে অতিথিরা নানা ঐতিহ্যবাহী খাবারে মেতে ওঠেন। এখন একটু অন্য আয়োজনে তাদের সুস্বাদু ও স্বাস্থ্যকর অভিজ্ঞতা দিতে আমরা প্রস্তুত। তাই আমরা সুশি প্রেমীদের জন্য জাপানের ঐতিহ্যবাহী সুশি এবং চিনের ডাম্পলিং নিয়ে এসেছি। আমাদের শেফ অভিজিৎ চক্রবর্তী চিংড়ির টেম্পোরা এবং অ্যাভোকাডো নিয়ে এক্সপেরিমেন্ট করে সুশির বিভিন্ন স্বাস্থ্যকর খাবার এবং গ্লুটেন মুক্ত ডাম্পলিং তৈরি করতে সক্ষম হয়েছেন।”

টেক আওয়ে জন্য যোগাযোগ করুন- মোবাইল নম্বর: 98302 29313

spot_img

Related articles

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...