Sunday, November 9, 2025

ভাইরাল কোহলির হোটেলের ঘরের ভিডিও, কী পদক্ষেপ নিল আইসিসি?

Date:

সকাল দিয়েই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিরাট কোহলির হোটেলের ঘরের একটি ভিডিও। পারথে ভারতীয় দল যে হোটেলে রয়েছে, সেই ক্রাউন পারথ হোটেলে কোহলির ঘরের একটি  ভিডিও তোলা হয়েছে। এবং সেই ভিডিওটি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ ভারতের প্রাক্তন অধিনায়ক। ওই ভিডিও নিয়ে পাল্টা পোস্ট করেন কোহলি। যেই ভিডিওর মাধ্যমে ঝড়ে পরে তাঁর ক্ষোভ। আর এবার এই ঘটনার জন‍্য ক্ষমা চাইল আইসিসি। এছাড়াও জানা যাচ্ছে, কোহলির ঘরের ভিডিও সঙ্গে জড়িত কর্মীকে বরখাস্ত করেছে ক্রাউন পারথ হোটেল। টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে আইসিসি। খেলোয়াড়দের সুরক্ষা, তাদের দেখভালের ব্যবস্থাও তাদের ওপরই। আর সেই কারণে আইসিসি-ও গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছে।

এই নিয়ে এদিন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এক মুখপাত্র জানিয়েছেন, “ক্রাউন পারথ হোটেলে আইসিসি টি-২০ বিশ্বকাপ চলাকালীন ভারতীয় দলের এক সদস্যের গোপনীয়তা লঙ্ঘন করার ঘটনায় আইসিসি অত্যন্ত হতাশ। ইভেন্ট হোটেল এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে একযোগে কাজ করবে আইসিসি। এটা বিক্ষিপ্ত একটা ঘটনা। খেলোয়াড়দের নিরাপত্তার দিকটা সবার আগে আমাদের দেখতে হবে।”

সোমবার সকালে একটি ভিডিও পোস্ট হয়। সেই ভিডিওটিতে দেখা যায়, কয়েক জন কোহলির হোটেলের ঘরে ঢুকে ভিডিও করছেন। ভারতীয় ক্রিকেটারের ব্যক্তিগত সামগ্রীর ভিডিও তুলছেন তাঁরা। বিরাটের জুতো, জামা-কাপড়, বিছানা থেকে শুরু করে শৌচগারেরও ভিডিও করা হয়েছে। সেই সময়ই দেখা যায়, কোট-প্যান্ট পরা দু’তিন জন রয়েছেন কোহলির হোটেলের ঘরে। তাদের দেখে মনে হচ্ছিল, হোটেলেরই কর্মী তাঁরা।

এই ভিডিও পাল্টা প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করেন বিরাট। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন,” আমি জানি, ভক্তরা সব সময় তাঁদের প্রিয় খেলোয়াড়কে দেখে আনন্দ পান, তাঁর সঙ্গে দেখা করতে চান। আমি তাকে সম্মান করি। কিন্তু এই ভিডিও দেখে আমি আতঙ্কিত। যদি আমার হোটেলের ঘরেই আমার গোপনীয়তা রক্ষা না হয়, তা হলে কোথায় হবে? এই ধরনের ভালবাসা আমি চাই না। এভাবে কারও ব্যক্তিগত পরিসরে ঢোকা ঠিক নয়। দয়া করে প্রত্যেকের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। তাঁদের বিনোদনের পণ্য করে তুলবেন না।”

আরও পড়ুন:প্রোটিয়াদের বিরুদ্ধে হারের জন‍্য কাকে কাঠগড়ায় তুললেন গাভাস্কর?

 

 

Related articles

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...
Exit mobile version