Tuesday, August 26, 2025

বিরাটের হোটেলের ঘরের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, ক্ষুব্ধ কোহলি

Date:

ক্ষুব্ধ বিরাট কোহলি। তাঁর হোটেলের ঘরের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কয়েকজন বিরাটের হোটেলের ঘরে ঢুকে তাঁর হোটেলের ঘরের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। আর এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ ভারতের প্রাক্তন অধিনায়ক। সেই ভিডিও পাল্টা পোস্ট করে এদিন নিজের ক্ষোভ উগরে দিলেন বিরাট। এই মুহূর্তে টি-২০ বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় রয়েছে টিম ইন্ডিয়া।

প্রসঙ্গত, বিরাট কোহলির হোটেল রুমের এই ভিডিওটি নিতে দেখা যায় দু’থেকে তিন জনকে। যারা নিঃসন্দেহে ভারতীয় টিম যে হোটেলে রয়েছে, তার সঙ্গে সরাসরি যুক্ত। তা না হলে কোহলির রুমের ভিডিও পাওয়া সহজ বিষয় ছিল না। আর এই কাণ্ডে কোহলি ক্ষোভে ফেটে পড়েছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কয়েক জন কোহলির হোটেলের ঘরে ঢুকে ভিডিও করছেন। ভারতীয় ক্রিকেটারের ব্যক্তিগত সামগ্রীর ভিডিও তুলছেন তাঁরা। বিরাটের জুতো, জামা-কাপড়, বিছানা থেকে শুরু করে শৌচগারেরও ভিডিও করা হয়েছে। সেই সময়ই দেখা যায়, কোট-প্যান্ট পরা দু’তিন জন রয়েছেন কোহলির হোটেলের ঘরে। তাদের দেখে মনে হচ্ছে, হোটেলেরই কর্মী তাঁরা।

এই ভিডিও পাল্টা প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করেছেন বিরাট। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন,” আমি জানি, ভক্তরা সব সময় তাঁদের প্রিয় খেলোয়াড়কে দেখে আনন্দ পান, তাঁর সঙ্গে দেখা করতে চান। আমি তাকে সম্মান করি। কিন্তু এই ভিডিও দেখে আমি আতঙ্কিত। যদি আমার হোটেলের ঘরেই আমার গোপনীয়তা রক্ষা না হয়, তা হলে কোথায় হবে? এই ধরনের ভালবাসা আমি চাই না। এভাবে কারও ব্যক্তিগত পরিসরে ঢোকা ঠিক নয়। দয়া করে প্রত্যেকের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। তাঁদের বিনোদনের পণ্য করে তুলবেন না।”

বিরাট এই পোস্ট করার পরই সরগোল পরে যায় সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার নিন্দার ঝড় ওঠে। এই ঘটনায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তিনি লিখেছেন, ‘‘এটা খুব বিরক্তিকর ঘটনা। মেনে নেওয়া যায় না।”

আরও পড়ুন:ফের কলকাতা লিগ চ‍্যাম্পিয়ন মহামেডান

 

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version