Monday, August 25, 2025

ফের উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী, করতে পারেন কোচবিহারে মদনমোহনের রাশ উৎসবের সূচনা

Date:

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহের শেষে ফের উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৮ নভেম্বর কোচবিহারে মদনমোহনের বিখ্যাত রাশ উৎসবের সূচনা হতে পারে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। আগামী সোমবার শুরু হচ্ছে ২০০ বছরেরও পুরোনো ঐতিহ্যবাহী ওই উৎসব। চলবে দু’সপ্তাহ। রাশ উৎসব কমিটির পক্ষ থেকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগ দিল ৩ সপ্তাহের ব্যবধানে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি।

এর আগে অক্টোবরের মাঝামাঝিই উত্তরবঙ্গে সফর করেছিলেন মুখ্যমন্ত্রী। বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে যোগদান থেকে রাজনৈতিক, প্রশাসনিক বৈঠক এবং মাল নদীতে ভাসান চলাকালীন হড়পা বানে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছিলেন। এবার ফের মুখ্যমন্ত্রীর কোচবিহার যাত্রা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, আগামিকাল বুধবার তামিলনাড়ু যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দু’দিনের এই সফরের শুরুতেই তিনি যাবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে। সেখানে বিজেপি বিরোধী দুই মুখ্যমন্ত্রীর মধ্যে একটি বৈঠক হওয়ার কথা আছে। পরদিন বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বাংলার রাজ্যপাল লা গণেশনের দাদার ৮০তম জন্মদিন পালনের অনুষ্ঠানে যোগ দেবেন। ওইদিনই কলকাতায় ফিরবেন তিনি।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version