Friday, November 14, 2025

উড়ালপুলের স্বাস্থ্য রিপোর্ট নিয়ে বৈঠক, রাজ্যজুড়ে ব্রিজ সার্ভের নির্দেশ নবান্নের

Date:

রাজ্যের সব উড়ালপুলের (Bridge) স্বাস্থ্য নিয়ে এবার নবান্নে জরুরি বৈঠক। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং–সহ কয়েকটি জেলায় ঝুলন্ত সেতুর রিপোর্ট নিয়ে মঙ্গলবার আলোচনায় বসলেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় (Pulak Roy)। ইঞ্জিনিয়ারদের ২১০৯ টা ব্রিজ সার্ভে করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী, খবর নবান্ন (Nabanna)সূত্রে।

গুজরাটের মোরবিতে ভয়ঙ্কর দুর্ঘটনার পর বাড়তি সতর্কতা নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় সেতুগুলির অবস্থা কেমন তা জানতে আগেই প্রত্যেকটি জেলার পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেওয়া হয়েছিল। মঙ্গলবার বিকেল ৪টের মধ্যে রাজ্যের ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠকে বসে পূর্ত দফতর। উপস্থিত ছিলেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়–সহ নবান্নের শীর্ষ আধিকারিকরা। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জেলার ইঞ্জিনিয়াররাও । এরপরই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় আজকের বৈঠকে।

এক নজরে পূর্ত দফতরের নির্দেশাবলী

মোট ২১০৯ টা ব্রিজ সার্ভে করতে হবে।

নভেম্বর মাসজুড়ে সমস্ত সেত্যুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

কোনও উড়ালপুলে সমস্যা আছে জানা গেলে সেইদিকে বিশেষ নজর দিতে হবে।

প্রতিটি উড়ালপুলের নিয়মিত রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন।

কংসাবতী ও শিলাবতী নদীর উপরে ৪ লেনের নতুন ব্রিজ তৈরি হবে।

তিস্তার উপরে করোনেশন ব্রিজ সংস্কার করা হবে।

আগামী ১০ নভেম্বর থেকে সাঁতরাগাছি ব্রিজ সংস্কার হবে।

বীরেন্দ্র শাসমল ব্রীজের সংস্কার চলাকালীন কংসাবতী ও শিলাবতী নদীর উপরে নতুন ব্রিজ তৈরি হবে।

আরও পড়ুন- গ্রামেই সমাধিস্থ হাবিবুলের দেহ, গুজরাট সরকারের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ শোকার্ত পরিবার

Related articles

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...
Exit mobile version