Saturday, May 3, 2025

নভেম্বরের গোড়াতেও কমছে না ডেঙ্গির (Dengue)প্রকোপ । শহর কলকাতায় যেভাবে নাগাড়ে বেড়ে চলেছে ডেঙ্গি (Dengue)ফলে চিন্তা বাড়ছে রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal health Department)। সবথেকে বেশি চিন্তা শহর কলকাতা (Kolkata)এবং পার্শ্ববর্তী জেলা নিয়ে। গত সপ্তাহে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন (Kolkata Municipal Corporation) এলাকাকে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৪,০০২ জন কিন্তু এই সপ্তাহে তা এক লাফে বেড়ে ৭৪৫ জন গেছে বলে খবর। চিন্তায় রাখছে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas),হুগলি (Hooghly),হাওড়া (Howrah)জেলার পরিসংখ্যান। গত সপ্তাহ থেকে এই সপ্তাহের মধ্যে ফারাক বেড়েছে উল্লেখযোগ্য ভাবে।

রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া রিপোর্ট বলছে শ্রীরামপুর পুরসভা (Srirampore Municipality)এলাকায় একচল্লিশতম সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল ৬৯২ জন, অথচ যা বিয়াল্লিশ তম সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ১১৩২ জন। অর্থাৎ মাত্র এক সপ্তাহের ফারাকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৪৪০ জন। উত্তর ২৪ পরগনাতে এক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা ৫৩৬ জন বেড়েছে। দক্ষিণ দমদম পৌরসভা এলাকায় এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬২৭ জন। সোমবার রাজ্যের সব জেলা মিলিয়ে ৩৩৬৮ জনের ডেঙ্গি পরীক্ষা করা হয়। তার মধ্যে ৫৯৬ জনের শরীরে ডেঙ্গি পজিটিভ পাওয়া গেছে। এরই মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পাঠানো রিপোর্ট উদ্বেগ আরও বাড়িয়ে তুলল। এ বছর এখনও পর্যন্ত রাজ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ হাজার ৮৪৮। মাস দুয়েক আগে এই সংখ্যাটা ছিল ২ হাজার ৭০০। দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। বিশেষ করে ফ্যালসিফেরাম ম্যালেরিয়ার(falcipherum malaria)আক্রান্তের সংখ্যা বাড়ছে। সব মিলিয়ে এখন স্বাস্থ্য দফতরকে পুর, পূর্ত, পুলিশ এবং পঞ্চায়েতের সঙ্গে সমন্বয় রেখে মশা দমনে কাজ করতে হচ্ছে। উদ্দেশ্য একটাই, জমা জল পরিষ্কার করা এবং মশা মারার তেল স্প্রে করা। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত অন্তত এই অভিযান চলবে বলে জানা যাচ্ছে।

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version