Sunday, May 4, 2025

রাজ্য অর্থ দিচ্ছে, বরাদ্দ দিচ্ছে না কেন্দ্র: যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে সত্য প্রকাশ ব্রাত্যর

Date:

রাজ্য সরকার পর্যাপ্ত অর্থই দিচ্ছে। কিন্তু কেন্দ্রীয় সরকার বরাদ্দ টাকা দিচ্ছে না বলেই সমস্যা তৈরি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রবল আর্থিক সংকট নিয়ে সত্য প্রকাশ্যে আনলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। মঙ্গলবার, ব্রাত্য বলেন, চলতি বছরে রাজ্য সরকার  ২৮ কোটি টাকা দিয়েছে শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। রাজ্য সরকারের (Government of west Bengal) সাহায্য ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পঠন-পাঠন ও গবেষণার যা কাজ চালানো সম্ভব হত না। এরপরেই কেন্দ্রকে নিশানা করে শিক্ষামন্ত্রী বলেন, তাঁদের কাছ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এখনও ৩০ কোটি টাকা পাওনা রয়েছে, যা মেটানো হচ্ছে না বলেই সমস্যা বলে অভিযোগ করেন ব্রাত্য বসু (Bratya basu)।

অর্থ সংকটে ভুগছে রাজ্য তথা দেশের প্রথম সারিতে থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রতিদিনের খরচ চালাতে নাজেহাল হতে হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। শিক্ষামন্ত্রী জানান, এই বিশ্ববিদ্যালয়কে ‘ইনস্টিটিউট ফর এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রের তরফে কোনও সাড়া না মেলায় সেই পরিকল্পনা এখনও ঝুলে রয়েছে বলে অভিযোগ ব্রাত্যর। এর জন্য প্রয়োজনীয় টাকা চেয়ে রাজ্য একাধিক চিঠিও দিয়েছে কেন্দ্রকে। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকারের তরফে কোনও সদুত্তর মেলেনি। ব্রাত্যর অভিযোগ, শুধু যাদবপুরই নয়, রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিরও পাওনা মেটাচ্ছে না কেন্দ্র। ফলে প্রায় সব বিশ্ববিদ্যালয়গুলিই কিছু সমস্যা রয়েছে।

Related articles

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...
Exit mobile version