Thursday, November 13, 2025

‘খুঁড়োর কল’ নাগরিকত্ব, ভোটের আগে গুজরাটে অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত

Date:

নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে গুজরাটে(Gujrat)। চেনো অঙ্কে স্বভূমে যাতায়াত বেড়েছে মোদি-শাহের। একেবারে কল্পতরু ভূমিকা নিয়ে গত কয়েক সপ্তাহে শুধুমাত্র গুজরাটে ৭০ হাজার কোটি টাকার প্রজেক্ট শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে গুজরাটে আপের উত্থানে যথেষ্ট চিন্তায় গেরুয়া শিবির। এহেন পরিস্থিতির মাঝে শেষ লগ্নে নয়া চাল চাললেন মোদি-শাহ। খেললেন নাগরিকত্বের তাস।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফের নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, গুজরাটে বসবাসকারী অমুসলিম শরণার্থীদের দেওয়া হবে নাগরিকত্ব। নির্দেশিকায় স্পষ্ট ভাবে বলা হয়েছে, গুজরাতের দুই জেলা মেহসানা ও আনন্দে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আগত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। তবে শুধুমাত্র অমুসলিম অর্থাৎ হিন্দু, শিখ, জৈন, খৃষ্টান, পার্সি ও বৌদ্ধ ধর্মাবলম্বী শরণার্থীদেরই এই নাগরিকত্ব দেওয়া হবে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে ২০১৯ সালে তৈরি নয়া আইন সিএএ-এর ভিত্তিতে এই নাগরিকত্ব দেওয়া হচ্ছে না। নাগরিকত্ব দেওয়া হবে ১৯৫৫ সালের সিটিজেন্স অ্যাক্ট অনুযায়ী।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গুজরাটের এই দুই জেলার জেলা শাসকদের দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভোটের আগে মোদি-শাহের এই নয়া ‘চাল’কে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিরোধীদের তরফে অভিযোগ করা হয়েছে, হার নিশ্চিত বুঝে নাগরিকত্ব দেওয়ার মাধ্যমে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। উল্লেখ্য, চলতি সপ্তাহে গুজরাটে নির্বাচনের নির্ঘণ্ট ও প্রকাশ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে তার আগে গুজরাটে দু’হাত উজাড় করে দিয়ে ভোট ভিক্ষা শুরু করেছে বিজেপি।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version