Friday, July 4, 2025

‘খুঁড়োর কল’ নাগরিকত্ব, ভোটের আগে গুজরাটে অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত

Date:

নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে গুজরাটে(Gujrat)। চেনো অঙ্কে স্বভূমে যাতায়াত বেড়েছে মোদি-শাহের। একেবারে কল্পতরু ভূমিকা নিয়ে গত কয়েক সপ্তাহে শুধুমাত্র গুজরাটে ৭০ হাজার কোটি টাকার প্রজেক্ট শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে গুজরাটে আপের উত্থানে যথেষ্ট চিন্তায় গেরুয়া শিবির। এহেন পরিস্থিতির মাঝে শেষ লগ্নে নয়া চাল চাললেন মোদি-শাহ। খেললেন নাগরিকত্বের তাস।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফের নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, গুজরাটে বসবাসকারী অমুসলিম শরণার্থীদের দেওয়া হবে নাগরিকত্ব। নির্দেশিকায় স্পষ্ট ভাবে বলা হয়েছে, গুজরাতের দুই জেলা মেহসানা ও আনন্দে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আগত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। তবে শুধুমাত্র অমুসলিম অর্থাৎ হিন্দু, শিখ, জৈন, খৃষ্টান, পার্সি ও বৌদ্ধ ধর্মাবলম্বী শরণার্থীদেরই এই নাগরিকত্ব দেওয়া হবে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে ২০১৯ সালে তৈরি নয়া আইন সিএএ-এর ভিত্তিতে এই নাগরিকত্ব দেওয়া হচ্ছে না। নাগরিকত্ব দেওয়া হবে ১৯৫৫ সালের সিটিজেন্স অ্যাক্ট অনুযায়ী।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গুজরাটের এই দুই জেলার জেলা শাসকদের দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভোটের আগে মোদি-শাহের এই নয়া ‘চাল’কে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিরোধীদের তরফে অভিযোগ করা হয়েছে, হার নিশ্চিত বুঝে নাগরিকত্ব দেওয়ার মাধ্যমে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। উল্লেখ্য, চলতি সপ্তাহে গুজরাটে নির্বাচনের নির্ঘণ্ট ও প্রকাশ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে তার আগে গুজরাটে দু’হাত উজাড় করে দিয়ে ভোট ভিক্ষা শুরু করেছে বিজেপি।

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version