Thursday, July 3, 2025

গুজরাটের মোরবির সেতু বিপর্যয়-কাণ্ড নিয়ে এ বার মামলা গড়াল আদালতেও। বিচারবিভাগীয় তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত সেই মামলা গ্রহণ করেছে।

মোরবিতে সেতু বিপর্যয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪১ জনের। আহতও হয়েছেন বহু। মঙ্গলবার মোরবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আবহে ওই বিপর্যয় নিয়ে শীর্ষ আদালতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। তাতে আবেদন করা হয়েছে ওই বিপর্যয়ের কারণ অনুসন্ধান করতে যেন একটি বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটি যেন আদালতের তত্ত্বাবধানে কাজ করে, এমন আবেদনও করা হয়েছে। সুপ্রিম কোর্ট ওই মামলাটি শুনতে রাজি হয়েছে।শুনানি হবে আগামী ১৪ নভেম্বর।

মোরবির ব্রিটিশ আমলের ওই সেতুটি সংস্কার করেছিল ওরেভা নামে একটি সংস্থা। ২৬ অক্টোবর সেই সেতু চালু হওয়ার পাঁচ দিনের মাথায় দুর্ঘটনা ঘটে রবিবার। অভিযোগ, সেতুটির স্বাস্থ্যপরীক্ষা না করেই তা খুলে দেওয়া হয়েছিল। সোমবার সংস্কারকারী সংস্থাটির ৯ জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই বিরাট বিপর্যয়ের পিছনে আসল রহস্য কী তা জানতেই শীর্ষ আদালতে দায়ের করা হয়েছে ওই জনস্বার্থ মামলা।

এই ঘটনার তদন্তের জন্য গতকালই ৫ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছিল। এই দুর্ঘটনায় প্রত্য়ক্ষভাবে জড়িত থাকার কারণে ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এবার এই ঘটনার জল গড়াল শীর্ষ আদালত (Supreme Court of India ) অবধি।এছাড়াও এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য সারাদেশের পুরনো সব সেতু ও স্মৃতিসৌধে ভিড় সামলানোর নিয়ম জারি করার দাবিও জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী বিশাল তিওয়ারি এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন। প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের কাছে এই আবেদন গৃহীত হয়েছে।

Related articles

সিদ্ধান্ত নেবে ট্রাস্ট, হস্তক্ষেপের অধিকার নেই কারও: দালাই লামার উত্তরসূরি নিয়ে চিনকে কড়া বার্তা ভারতের

দালাই লামার (Dalai Lama) উত্তরসূরি কে হবেন, তা নিয়ে ফের দানা বাঁধল আন্তর্জাতিক কূটনৈতিক উত্তেজনা। সম্প্রতি তিনি ঘোষণা...

TAI ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইসকনের রথদর্শন করে ঐক্য-সাম্য-শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর

এবার নবনির্মিত জগন্নাথ মন্দিরের রথযাত্রায় (RathYatra) উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, TAI ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে...

গিলের দ্বিশতরান, ইংল্যান্ডের মাটিতে ইতিহাস ভারত অধিনায়কের

দলের সবচেয়ে কঠিন সময়ে হাল ধরলেন। সেইসঙ্গেই ইংল্যান্ডের মাটিতে তৈরি করলেন নতুন ইতিহাস। সুনীল গাভাসকর (Sunil Gavaskar) থেকে...

সিদ্দিকুল্লা চৌধুরীর কনভয় ঘিরে দফায় দফায় বিক্ষোভ-কালো পতাকা!

রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর (Siddiqulla Chowdhury) কনভয় ঘিরে দফায় দফায় বিক্ষোভ। বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা ছড়াল পূর্ব...
Exit mobile version