Thursday, August 21, 2025

গুজরাটের মোরবির সেতু বিপর্যয়-কাণ্ড নিয়ে এ বার মামলা গড়াল আদালতেও। বিচারবিভাগীয় তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত সেই মামলা গ্রহণ করেছে।

মোরবিতে সেতু বিপর্যয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪১ জনের। আহতও হয়েছেন বহু। মঙ্গলবার মোরবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আবহে ওই বিপর্যয় নিয়ে শীর্ষ আদালতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। তাতে আবেদন করা হয়েছে ওই বিপর্যয়ের কারণ অনুসন্ধান করতে যেন একটি বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটি যেন আদালতের তত্ত্বাবধানে কাজ করে, এমন আবেদনও করা হয়েছে। সুপ্রিম কোর্ট ওই মামলাটি শুনতে রাজি হয়েছে।শুনানি হবে আগামী ১৪ নভেম্বর।

মোরবির ব্রিটিশ আমলের ওই সেতুটি সংস্কার করেছিল ওরেভা নামে একটি সংস্থা। ২৬ অক্টোবর সেই সেতু চালু হওয়ার পাঁচ দিনের মাথায় দুর্ঘটনা ঘটে রবিবার। অভিযোগ, সেতুটির স্বাস্থ্যপরীক্ষা না করেই তা খুলে দেওয়া হয়েছিল। সোমবার সংস্কারকারী সংস্থাটির ৯ জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই বিরাট বিপর্যয়ের পিছনে আসল রহস্য কী তা জানতেই শীর্ষ আদালতে দায়ের করা হয়েছে ওই জনস্বার্থ মামলা।

এই ঘটনার তদন্তের জন্য গতকালই ৫ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছিল। এই দুর্ঘটনায় প্রত্য়ক্ষভাবে জড়িত থাকার কারণে ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এবার এই ঘটনার জল গড়াল শীর্ষ আদালত (Supreme Court of India ) অবধি।এছাড়াও এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য সারাদেশের পুরনো সব সেতু ও স্মৃতিসৌধে ভিড় সামলানোর নিয়ম জারি করার দাবিও জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী বিশাল তিওয়ারি এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন। প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের কাছে এই আবেদন গৃহীত হয়েছে।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version