Friday, July 4, 2025

China: জিরো কোভিড পলিসির বিরোধিতায় এবার হাতিয়ার বাপ্পি লাহিড়ীর গান !

Date:

করোনা (Corona) সংক্রমণ নিয়ে রুদ্ধশ্বাস লড়াই বিশ্ব জুড়ে। তবে শুরুটা হয় চিনে (China) । ভয়ঙ্কর হারে ছড়িয়ে পড়ে কোভিড ১৯ ভাইরাস (Covid 19 virus)। পরিস্থিতি সামাল দিতে লকডাউনের (Lockdown) পথে হাঁটে সে দেশের সরকার (Government of China)। সেই শুরু বদ্ধ জীবনের লড়াই। কিন্তু এবার আর না, অনেক সহ্য করা হয়েছে। তাই প্রতিবাদে গর্জে উঠেছেন চিনের অধিবাসীরা। তবে সবথেকে অভিনব হল তাদের প্রতিবাদের ভঙ্গি । জিরো কোভিড পলিসির (Zero Covid Policy) বিরোধিতাই তাদের সঙ্গী ভারতের গোল্ডেন ম্যান বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri) গান।

১৯৮২ সালের মুক্তিপ্রাপ্ত ‘ডিস্কো ড্যান্সার’ (disco dancer) চলচ্চিত্রের গান ‘জিমি জিমি’ এখন চিনের কঠোর জিরো-কোভিড নীতির (zero covid policy) বিরুদ্ধে সেখানকার মানুষদের প্রতিবাদের আর ক্ষোভপ্রকাশের ভাষা। আর লকডাউন নয় ঠিক যেন এই বার্তাই প্রকাশ করতে চান চিনারা। লকডাউন চলাকালীন তাঁরা কীভাবে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছেন, তা দেখানোর জন্য এই গান ব্যবহার করে ভিডিওগুলিতে খালি বাটি নিয়ে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে চিনাদের। চিনা নাগরিকরা হিন্দি সিনেমার সুপারহিট গান “জিমি জিমি আজা আজা” গানটি ইদানিং খুব পছন্দ করছেন। বাপ্পি লাহিড়ীর লেখা গানটি ম্যান্ডারিন ভাষায় গাওয়া হয়েছে। “Jie mi, Jie mi” লিরিক্স জনপ্রিয় হয়েছে গানটি, যাঁর আক্ষরিক অর্থ “আমাকে ভাত দাও, আমাকে ভাত দাও”। বেশ কয়েকটি ভিডিও সামনে এসেছে যাতে নিরাপত্তা আধিকারিকদের লকডাউনের প্রতিবাদকারীদের কঠোরভাবে দমন করতে দেখা যায়। চিনে জিরো-কোভিড নীতির জন্য বহু বহু মানুষ দীর্ঘকাল গৃহবন্দি ছিলেন। এর ফলে চিনা অর্থনীতির বেহাল দশা প্রত্যক্ষ করেন সাধারণ মানুষ। পর্যবেক্ষকরা বলছেন যে চিনারা শূন্য-কোভিড নীতি আরোপ করে জনসাধারণের দুর্দশা ডেকে এনেছে। তার প্রতিবাদ করতেই এই “জিমি, জিমি” গান ব্যবহার করা হয়েছে।

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version