Sunday, November 9, 2025

বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে এজলাসে পার্থর প্রতিবেশি! হাইকোর্টে নজিরবিহীন দৃশ্য

Date:

Share post:

ফের এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী কলকাতা হাইকোর্ট। আজ, বৃহস্পতিবার দুপুরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির মধ্যবয়স্ক এক ভদ্রলোক। তখন বেশ কয়েকটি মামলার শুনানি শেষে বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাস ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। ঠিক সেই সময় তাঁর সামনে করজোড় করে দাঁড়ালেন ওই ব্যক্তি। বিচারপতিকে নিজের পরিচয় দিয়ে বললেন, “আমার নাম সুনীল ভট্টাচার্য। আমি নাকতলায় থাকি। পার্থ চট্টোপাধ্যায়ের পাড়ায়। আপনি যা করেছেন তার জন্য অনেক ধন্যবাদ।”

বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্ভবত এমন ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি কিছু বুঝে ওঠার আগেই পার্থ চট্টোপাধ্যায়ের পড়শি বলে দাবি করা ওই ব্যক্তি আরও বলেন, “আমাদের অঞ্চলের বাচ্চা বাচ্চারাও সব জানত। আমরাও অনেক আগে থেকেই জানতাম। কিন্তু কিছু বলতে পারতাম না! কুকুরের বিষয়ে বাড়ির পরিচারিকাও জানতেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি পূজনীয়! আমার মা আপনার কথা বলেন।”

এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর প্রথম প্রতিক্রিয়াতে নাকতলার বাসিন্দা সুনীল ভট্টাচার্যকে বলেন, “আপনার মাকে আমার প্রণাম জানাবেন”। এরপর আরও বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথোপকথন হয়। একটা সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় নাকতলা নিবাসী সুনীলবাবুকে বলেন, “পশ্চিমবঙ্গকে আবার গর্বের জায়গা ফিরিয়ে আনতে হবে। সবাই চেষ্টা করুন”

উল্লেখ্য, এসএসসি-সহ বিভিন্ন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সংক্রান্ত সিংহভাগ মামলাই হাইকোর্টে উঠেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বর্তমানে প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দি পার্থ চট্টোপাধ্যায়।

spot_img

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...