Monday, November 10, 2025

বাড়তে বাড়তে রান্নার গ্যাসের দাম প্রায় ১১০০ টাকায় পৌঁছেছে।তাই রান্নার গ্যাসের পাশাপাশি কেরোসিনের ব্যবহার বেড়েছে। কিন্তু তাতেও রেহাই নেই। তিন মাস পর রেশনে বিক্রি হওয়া কেরোসিনের দাম বাড়ল।নভেম্বরের শুরুতেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি  ঘোষণা করেছে, লিটারে ২ টাকা ৭০ পয়সার মতো দাম বাড়তে চলেছে কেরোসিনের। সবমিলিয়ে উৎসবের মরসুম শেষ হতেই ফের জ্বালানির দামে আগুন। কেরোসিনের মূল্যবৃদ্ধিতে স্বভাবতই পকেটে টান মধ্যবিত্তর।

আরও পড়ুন:আমজনতার হেঁশেলে টান! দাম বাড়ল কেরোসিনের

একেই পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়া দামবৃদ্ধিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্তরা। তার ওপর ক্রমাগত দাম বাড়ছে রান্নার গ্যাস ও কেরসিনের। ফলে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তর।

কেরোসিনের ইস্যু প্রাইসের ভিত্তিতে প্রত্যেক মাসে কেরোসিনের দাম সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে খাদ্য দফতর। গত অক্টোবর মাসে রাজ্যে প্রতি লিটার কেরোসিনের দাম ছিল ৮১ থেকে ৮৪ টাকার মধ্যে। পরিবহণ খরচে পার্থক্য থাকায় কলকাতা–সহ রাজ্যের বিভিন্ন জেলায় রেশনে বিক্রি হওয়া কেরোসিনের দাম কিছুটা হেরফের হয়। তবে আবার কেরোসিনের দাম বাড়ার ইঙ্গিত মেলায় মাথায় হাত মধ্যবিত্তের।

কয়েকমাস আগে চড়া হারে কেরোসিনের দাম বৃদ্ধিতে লিটার প্রতি কেরোসিনের দাম ১০০টাকা ছাড়িয়েছিল। পরে সেপ্টেম্বর মাসে তা কমানো হয়। ফলে খানিকটা স্বস্তি মিলেছিল মধ্যবিত্তর। কেরোসিনের চাহিদাও আগের তুলনায় বেশ অনেকটাই  বেড়েছিল। আবার দাম বাড়ায় চাহিদা ফের কমবে বলে আশঙ্কা করছেন রেশন ডিলাররা।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version