Wednesday, August 27, 2025

বাড়তে বাড়তে রান্নার গ্যাসের দাম প্রায় ১১০০ টাকায় পৌঁছেছে।তাই রান্নার গ্যাসের পাশাপাশি কেরোসিনের ব্যবহার বেড়েছে। কিন্তু তাতেও রেহাই নেই। তিন মাস পর রেশনে বিক্রি হওয়া কেরোসিনের দাম বাড়ল।নভেম্বরের শুরুতেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি  ঘোষণা করেছে, লিটারে ২ টাকা ৭০ পয়সার মতো দাম বাড়তে চলেছে কেরোসিনের। সবমিলিয়ে উৎসবের মরসুম শেষ হতেই ফের জ্বালানির দামে আগুন। কেরোসিনের মূল্যবৃদ্ধিতে স্বভাবতই পকেটে টান মধ্যবিত্তর।

আরও পড়ুন:আমজনতার হেঁশেলে টান! দাম বাড়ল কেরোসিনের

একেই পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়া দামবৃদ্ধিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্তরা। তার ওপর ক্রমাগত দাম বাড়ছে রান্নার গ্যাস ও কেরসিনের। ফলে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তর।

কেরোসিনের ইস্যু প্রাইসের ভিত্তিতে প্রত্যেক মাসে কেরোসিনের দাম সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে খাদ্য দফতর। গত অক্টোবর মাসে রাজ্যে প্রতি লিটার কেরোসিনের দাম ছিল ৮১ থেকে ৮৪ টাকার মধ্যে। পরিবহণ খরচে পার্থক্য থাকায় কলকাতা–সহ রাজ্যের বিভিন্ন জেলায় রেশনে বিক্রি হওয়া কেরোসিনের দাম কিছুটা হেরফের হয়। তবে আবার কেরোসিনের দাম বাড়ার ইঙ্গিত মেলায় মাথায় হাত মধ্যবিত্তের।

কয়েকমাস আগে চড়া হারে কেরোসিনের দাম বৃদ্ধিতে লিটার প্রতি কেরোসিনের দাম ১০০টাকা ছাড়িয়েছিল। পরে সেপ্টেম্বর মাসে তা কমানো হয়। ফলে খানিকটা স্বস্তি মিলেছিল মধ্যবিত্তর। কেরোসিনের চাহিদাও আগের তুলনায় বেশ অনেকটাই  বেড়েছিল। আবার দাম বাড়ায় চাহিদা ফের কমবে বলে আশঙ্কা করছেন রেশন ডিলাররা।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version