ব‍্যাটে রান পাওয়ার পর বিরাটকে কৃতিত্ব রাহুলের

টি-২০ বিশ্বকাপের প্রথম তিন ম‍্যাচে ব‍্যাটে রান পাননি রাহুল। তাতে যে তিনি হতাশ হয়ে গিয়েছিলেন, তা জানাতে ভুললেন না।

টি-২০ বিশ্বকাপে অবশেষে রানের খরা কেটেছে কে এল রাহুলের। বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন তিনি। আর এরপরই নিজের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন রাহুল। বললেন বিরাট কোহলির পরামর্শেই ব‍্যাটে রান পেয়েছেন তিনি।

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জয়ের পর রাহুল বলেনন, “এবার অস্ট্রেলিয়ার পিচ কতটা আলাদা এবং কী ধরনের মানসিকতা নিয়ে খেলতে নামা উচিত, সেটা নিয়েই কথা হয়েছিল। এর আগে এখানে এসে টেস্ট ক্রিকেট খেলেছি। আগের সফরের থেকেও এবারের বিশ্বকাপ কঠিন। সেটা নিয়েই আলোচনা হয়েছে। পিচ বদলে গেলে মানসিকতাও বদলাতে হয়। ক্রিজে নেমে কীভাবে ইনিংস এগোতে পারি, সেটা নিয়ে ভাবনাচিন্তা করেছি। বিরাট যেটা বলছে সেটা ক্রিজে নেমে কাজে লাগাতে পারি কিনা, সেটার চেষ্টা করছিলাম। দু’জনে একে অপরকে সাহায্য করেছি। কোহলি গত কয়েকটা ম্যাচে খুবই ভাল খেলছে। ও কী ধরনের মানসিকতা নিয়ে নামে, সেটাই বোঝার চেষ্টা করছি।”

টি-২০ বিশ্বকাপের প্রথম তিন ম‍্যাচে ব‍্যাটে রান পাননি রাহুল। তাতে যে তিনি হতাশ হয়ে গিয়েছিলেন, তা জানাতে ভুললেন না। এই নিয়ে রাহুল বলেন,” প্রথম তিনটে ম্যাচে দলকে সাহায্য করতে পারিনি ভেবে হতাশ হয়ে গিয়েছিলাম। আমার ছন্দ খারাপ বা আত্মবিশ্বাস কম, এটা একবারও মনে হয়নি। শুধু রান পাচ্ছিলাম না। আত্মবিশ্বাস ছিল বলেই ভাল ইনিংস খেলতে পেরেছি। বল ভাল দেখতে পাচ্ছিলাম। তখনই বুঝেছিলাম বড় রান পাওয়া আমার পক্ষে সম্ভব।”

আরও পড়ুন:বিরাট রেকর্ড গড়ায় কোহলিকে শুভেচ্ছা জয়বার্ধনের

 

Previous articleনিজেরা গন্ডগোল করে প্রচার পাওয়ার চেষ্টা, নিশীথ কাণ্ডে তৃণমূল জড়িত নয়, স্পষ্ট বার্তা কুণালের
Next articleনিয়োগের দাবিতে উত্তপ্ত খাদ্যভবন চত্বর! পদ্ধতি না মানলে নিয়োগ অসম্ভব: খাদ্যমন্ত্রী