Saturday, August 23, 2025

শুক্রবার জোড়া কর্মসূচি কুণালের, হলদিয়ায় শ্রমিক সভা-নন্দীগ্রামে যোগদান শিবির

Date:

পূর্ব মেদিনীপুরে কার্যত ঘাঁটি করেছেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। দুপুরে শিল্পনগর হলদিয়ায় (Haldia) দলের শ্রমিক সংগঠনের ডাকা সভায় যোগ দেবেন তিনি। এরপর বিকেলে নন্দীগ্রামে (Nandigram) সাউদখালী মনসা বাজার এসএসকে ময়দানে “চলো গ্রামে যাই” কর্মসূচিতে হাজির থাকবেন তিনি। জানা গিয়েছে, সেখানে বিশেষ রাজনৈতিক কর্মিসভায় মেগা যোগদান শিবিরও হতে চলেছে। যেখানে বিজেপি থেকে শয়ে শয়ে নেতা-কর্মী যোগ দেবেন শাসক দল। হাতে তুলে নেবেন তৃণমূলের (TMC)পতাকা। হাজির থাকবেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

রাজ্যের বিরোধী দলনেতার গড় বলে পরিচিত নন্দীগ্রামে কার্যত রুটিন কর্মসূচি নিয়ে ফেলেছেন কুণাল। হাড়ে কাঁপুনি ধরিয়ে দিয়েছেন গেরুয়া শিবিরের। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) “একনায়কতন্ত্র”র অভিযোগ তুলে বিজেপি ছাড়ার হিড়িক লেগেছে জমি আন্দোলনের ভূমি নন্দীগ্রামে।

রাত পোহালে আগামিকাল, শুক্রবার নন্দীগ্রামের গোকুলনগরের মহেশপুরে রাজ্যের শাসকদল তৃণমূলের মেগা যোগদান শিবির। যেখানে উপস্থিত থাকবেন একুশের বিধানসভা নির্বাচনে শুভেন্দুর অন্যতম দুই সেনাপতি
জয়দেব দাস ও বটকৃষ্ণ দাস তো থাকছেনই, তৃণমূলে যোগ দিচ্ছেন আরও প্রায় হাজারখানেক বিজেপি ছেড়ে আসা নেতা-কর্মী। যাঁরা একসময় শুভেন্দুবকে জেতাতে দিনরাত এক করেছিলেন।

এই যোগদান পর্বকে কেন্দ্র করে নন্দীগ্রাম-১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস শিবির সেজে উঠেছে। ঘাসফুল শিবিরের নেতাদের মধ্যে একটা ঐক্যের বাতাবরণ তৈরি করে দিয়েছেন কুণাল। তারই ফসল ফলতে শুরু করেছে। যা পরিস্থিতি তাতে কিছুদিন পর হালে পানি পাবেন না শুভেন্দু।
অন্যদিকে, বিজেপি শিবিরে অভ্যন্তরীণ বিদ্রোহের আগুন শুধুমাত্র গোকুলনগর-মহেশপুরে সীমাবদ্ধ নেই। হরিপুর, ভেকুটিয়া, সোনাচূড়া, গড়চক্রবেড়িয়া, কালীচরণপুর, বয়াল, আহমেদাবাদ, ঘোলপুকুরিয়া-সহ বহু জায়গায় ছড়িয়ে পড়েছে।

তার আগে হলদিয়ার এক্সাইড ইন্ডাস্ট্রিজ গেটে তমলুক সাংগঠনিক জেলায় আইএনটিটিইউসি-এর ডাকে শ্রমিক সভায় যোগ দেবেন কুণাল। এখানে শ্রমিক স্বার্থে যেমন রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির প্রচার করা হবে, ঠিক একইভাবে কেন্দ্রের শ্রমিক বিরোধী নীতিগুলির সমালোচনা ও বিরোধিতা করে করা হবে। সবমিলিয়ে শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরে জোড়া কর্মসূচিতে গেরুয়া শিবিরের হাড়ে কাঁপিয়ে ধরতে চলেছে। ধস নামতে চলেছে বিজেপিতে (BJP) ।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version