Wednesday, August 27, 2025

শুক্রবার জোড়া কর্মসূচি কুণালের, হলদিয়ায় শ্রমিক সভা-নন্দীগ্রামে যোগদান শিবির

Date:

পূর্ব মেদিনীপুরে কার্যত ঘাঁটি করেছেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। দুপুরে শিল্পনগর হলদিয়ায় (Haldia) দলের শ্রমিক সংগঠনের ডাকা সভায় যোগ দেবেন তিনি। এরপর বিকেলে নন্দীগ্রামে (Nandigram) সাউদখালী মনসা বাজার এসএসকে ময়দানে “চলো গ্রামে যাই” কর্মসূচিতে হাজির থাকবেন তিনি। জানা গিয়েছে, সেখানে বিশেষ রাজনৈতিক কর্মিসভায় মেগা যোগদান শিবিরও হতে চলেছে। যেখানে বিজেপি থেকে শয়ে শয়ে নেতা-কর্মী যোগ দেবেন শাসক দল। হাতে তুলে নেবেন তৃণমূলের (TMC)পতাকা। হাজির থাকবেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

রাজ্যের বিরোধী দলনেতার গড় বলে পরিচিত নন্দীগ্রামে কার্যত রুটিন কর্মসূচি নিয়ে ফেলেছেন কুণাল। হাড়ে কাঁপুনি ধরিয়ে দিয়েছেন গেরুয়া শিবিরের। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) “একনায়কতন্ত্র”র অভিযোগ তুলে বিজেপি ছাড়ার হিড়িক লেগেছে জমি আন্দোলনের ভূমি নন্দীগ্রামে।

রাত পোহালে আগামিকাল, শুক্রবার নন্দীগ্রামের গোকুলনগরের মহেশপুরে রাজ্যের শাসকদল তৃণমূলের মেগা যোগদান শিবির। যেখানে উপস্থিত থাকবেন একুশের বিধানসভা নির্বাচনে শুভেন্দুর অন্যতম দুই সেনাপতি
জয়দেব দাস ও বটকৃষ্ণ দাস তো থাকছেনই, তৃণমূলে যোগ দিচ্ছেন আরও প্রায় হাজারখানেক বিজেপি ছেড়ে আসা নেতা-কর্মী। যাঁরা একসময় শুভেন্দুবকে জেতাতে দিনরাত এক করেছিলেন।

এই যোগদান পর্বকে কেন্দ্র করে নন্দীগ্রাম-১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস শিবির সেজে উঠেছে। ঘাসফুল শিবিরের নেতাদের মধ্যে একটা ঐক্যের বাতাবরণ তৈরি করে দিয়েছেন কুণাল। তারই ফসল ফলতে শুরু করেছে। যা পরিস্থিতি তাতে কিছুদিন পর হালে পানি পাবেন না শুভেন্দু।
অন্যদিকে, বিজেপি শিবিরে অভ্যন্তরীণ বিদ্রোহের আগুন শুধুমাত্র গোকুলনগর-মহেশপুরে সীমাবদ্ধ নেই। হরিপুর, ভেকুটিয়া, সোনাচূড়া, গড়চক্রবেড়িয়া, কালীচরণপুর, বয়াল, আহমেদাবাদ, ঘোলপুকুরিয়া-সহ বহু জায়গায় ছড়িয়ে পড়েছে।

তার আগে হলদিয়ার এক্সাইড ইন্ডাস্ট্রিজ গেটে তমলুক সাংগঠনিক জেলায় আইএনটিটিইউসি-এর ডাকে শ্রমিক সভায় যোগ দেবেন কুণাল। এখানে শ্রমিক স্বার্থে যেমন রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির প্রচার করা হবে, ঠিক একইভাবে কেন্দ্রের শ্রমিক বিরোধী নীতিগুলির সমালোচনা ও বিরোধিতা করে করা হবে। সবমিলিয়ে শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরে জোড়া কর্মসূচিতে গেরুয়া শিবিরের হাড়ে কাঁপিয়ে ধরতে চলেছে। ধস নামতে চলেছে বিজেপিতে (BJP) ।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version