Wednesday, November 12, 2025

মধ্যপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা, বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃ*ত ১১

Date:

মধ্যরাতে ভয়াবহ পথদুর্ঘটনা । বৃহস্পতিবার রাতে বাসের সঙ্গে এসইউভির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১১ জনের। আহত আরও ১। তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুল জেলায়।

আরও পড়ুন:লখিমপুর খেরিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৮, আহত ২৫

পুলিশ সূত্রে জানানো হয়েছে,  মহারাষ্ট্রের অমরাবতীতে কাজ করতে গিয়েছিলেন ওই ১১জন শ্রমিক। বৃহস্পতিবার তারা মধ্যপ্রদেশে ফিরে আসছিলেন তাঁরা। কিন্তু তার আগেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকে দাঁড়িয়ে থাকা একটি বাসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়।  দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় ঝালর থানার পুলিশকর্মীরা। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ।

পুলিশ তরফে জানানো হয়, মধ্যপ্রদেশের বেতুল জেলার ঝালর থানার কাছে রাত ২টো নাগাদ দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, গুডগাঁও ও বৈদেহির মাঝে একটি জায়গায় দাঁড়িয়েছিল বাসটি। এমনসময় দ্রুত গতিতে আসা একটি গাড়ি আচমকাই বাসটিতে ধাক্কা মারে। বাসটি খুব বেশি ক্ষতিগ্রস্ত না হলেও, গাড়িটির অভিঘাত এতটাই জোরে ছিল যে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। স্থানীয় বাসিন্দারাই বিকট শব্দ শুনে ছুটে আসেন দুর্ঘটনাস্থলে। সাতজনকে বের করা সম্ভব হলেও, গাড়িটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে বাকিদের দেহ উদ্ধারের জন্য গাড়িটিকে কাটতে হয়। পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদনন্তের জন্য পাঠানো হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক অনুদানের কথা ঘোষণা কর হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দেওয়ার কথা জানানো হয়েছে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version