Friday, August 22, 2025

Dengue update: ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজার ! ভাঙল পাঁচ বছরের রেকর্ড

Date:

রাজ্যে ক্রমাগত ভয়াল আকার নিচ্ছে ডেঙ্গি (Dengue)। ফের কলকাতায় মৃত্যু। বেলেঘাটা আই ডি হাসপাতালের (Beleghata ID Hospital)অ্যাসিট্যান্ট সুপারের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃত অনির্বাণ হাজরা (Anirban Hazra)হাওড়ার বাসিন্দা ছিলেন বলে জানা যাচ্ছে। গত এক সপ্তাহেই রাজ্যে ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়েছেন ৫৩৯৬ জন৷ এই মুহূর্তে রাজ্যে ডেঙ্গি সংক্রমণের হারও উদ্বেগজনক ভাবে বেড়ে দাঁড়িয়েছে ১২.৭ শতাংশ ৷ সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas),কলকাতাতেও (Kolkata) লাফিয়ে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ। স্বাস্থ্য ভবন (Swasthya Bhawan) সূত্রে খবর, রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজার পেরিয়েছে। অপরদিকে, ডেঙ্গিতে মৃতের (Death) সংখ্যা ৭০ ছাড়িয়েছে। গত সপ্তাহের পরিসংখ্যান অনুযায়ী, ওই সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫ হাজার ৩৯৬। রেকর্ড বলছে ২০১৭ সাল থেকে ২০২২ সালের মধ্যে সাপ্তাহিক আক্রান্তের দিকে সর্বাধিক গত সপ্তাহের আক্রান্তের সংখ্যা। সব মিলিয়ে ভয়াবহ চেহারা নিয়েছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ৷

সব থেকে খারাপ উত্তর চব্বিশ পরগণায়৷ সেখানে গত এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১১৬৬ জন৷ এর পরেই রয়েছে মুর্শিদাবাদ৷ সেখানে শেষ এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৮৬৪ জন৷ তৃতীয় স্থানে রয়েছে কলকাতা ৷ গত এক সপ্তাহে কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬৮১ জন ৷ এই মুহূর্তে পজিভিটি রেটের শীর্ষে রয়েছে কলকাতা (Kolkata) ২৪.০৮ % । দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, ২৪.০৫% । হুগলিতে ২০.৮ %, কালিম্পং ১৯.০৫ %। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মুর্শিদাবাদ, নদিয়া, বসিরহাট, ডায়মন্ড হারবার, আলিপুরদুয়ার এবং পূর্ব মেদিনীপুর জেলায় ডেঙ্গি সংক্রমণের হার দ্রুত বাড়ছে ৷

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version