Friday, November 14, 2025

Dengue update: ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজার ! ভাঙল পাঁচ বছরের রেকর্ড

Date:

রাজ্যে ক্রমাগত ভয়াল আকার নিচ্ছে ডেঙ্গি (Dengue)। ফের কলকাতায় মৃত্যু। বেলেঘাটা আই ডি হাসপাতালের (Beleghata ID Hospital)অ্যাসিট্যান্ট সুপারের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃত অনির্বাণ হাজরা (Anirban Hazra)হাওড়ার বাসিন্দা ছিলেন বলে জানা যাচ্ছে। গত এক সপ্তাহেই রাজ্যে ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়েছেন ৫৩৯৬ জন৷ এই মুহূর্তে রাজ্যে ডেঙ্গি সংক্রমণের হারও উদ্বেগজনক ভাবে বেড়ে দাঁড়িয়েছে ১২.৭ শতাংশ ৷ সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas),কলকাতাতেও (Kolkata) লাফিয়ে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ। স্বাস্থ্য ভবন (Swasthya Bhawan) সূত্রে খবর, রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজার পেরিয়েছে। অপরদিকে, ডেঙ্গিতে মৃতের (Death) সংখ্যা ৭০ ছাড়িয়েছে। গত সপ্তাহের পরিসংখ্যান অনুযায়ী, ওই সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫ হাজার ৩৯৬। রেকর্ড বলছে ২০১৭ সাল থেকে ২০২২ সালের মধ্যে সাপ্তাহিক আক্রান্তের দিকে সর্বাধিক গত সপ্তাহের আক্রান্তের সংখ্যা। সব মিলিয়ে ভয়াবহ চেহারা নিয়েছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ৷

সব থেকে খারাপ উত্তর চব্বিশ পরগণায়৷ সেখানে গত এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১১৬৬ জন৷ এর পরেই রয়েছে মুর্শিদাবাদ৷ সেখানে শেষ এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৮৬৪ জন৷ তৃতীয় স্থানে রয়েছে কলকাতা ৷ গত এক সপ্তাহে কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬৮১ জন ৷ এই মুহূর্তে পজিভিটি রেটের শীর্ষে রয়েছে কলকাতা (Kolkata) ২৪.০৮ % । দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, ২৪.০৫% । হুগলিতে ২০.৮ %, কালিম্পং ১৯.০৫ %। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মুর্শিদাবাদ, নদিয়া, বসিরহাট, ডায়মন্ড হারবার, আলিপুরদুয়ার এবং পূর্ব মেদিনীপুর জেলায় ডেঙ্গি সংক্রমণের হার দ্রুত বাড়ছে ৷

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version