Saturday, August 23, 2025

মাটিতে পড়ে আহত রোগীর রক্ত চাটছে কুকুর, যোগী রাজ্যে হাসপাতালের ভয়াবহ ছবি ভাইরাল

Date:

যোগী রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার এবার নাগরিক পরিষেবা বেহালদশা ফুটে উঠল সোশ্যাল মিডিয়ায়। উত্তর প্রদেশের হাসপাতালগুলির অবস্থা যে কতটা শোচনীয় সে ছবি দেখে শিউরে উঠছে সবাই। দেখা যাচ্ছে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মাটিতে পড়ে রয়েছেন এক ব্যক্তি তার ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে। আর সেই রক্ত চাটছে কুকুর। আশেপাশে কোথাও কোন চিকিৎসক চিহ্ন নেই। মাটিতে পড়ে কাতরাচ্ছেন আহত ওই রোগী। এই ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে এই ভিডিওটি উত্তরপ্রদেশের কুশিনগর জেলা হাসপাতালের। ভিডিওতে দেখা যাচ্ছে আহত অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। প্রবল রক্তক্ষরণের ফলে তার অবস্থা অত্যন্ত গুরুতর। ডাস্টবিনের পাশে শুয়ে কাতরাচ্ছেন তিনি। তার পাশে ঘুরে বেড়াচ্ছে একটি কুকুর। মাঝে মাঝেই ওই ব্যক্তিকে চেটে দিচ্ছে কুকুরটি। ভিডিওতে আরও দেখা যাচ্ছে, আশেপাশে হাসপাতালের কেউ নেই। চিকিৎসক তো দূর, জখম ব্যক্তিকে তুলে খাটে শুইয়েও দেননি কোনও কর্মচারী। হাসপাতালে এমন বেহাল অবস্থা থেকে রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ।

যদিও ভিডিও ভাইরাল হওয়ার পর নড়ে চড়ে বসেছে উত্তর প্রদেশ প্রশাসন। হাসপাতালের ছয় জনকে বরখাস্ত করা হয়েছে। তার মধ্যে রয়েছে দুই ওয়ার্ড বয় ও দুই সাফাই কর্মচারী। হাসপাতালের আধিকারিকদের কাছেও জবাব তলব করা হবে জানিয়েছে জেলা প্রশাসন। কুশিনগর জেলা হাসপাতালের সিএমও জানান, ওই সময়ে দায়িত্ব থাকা চিকিৎসকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version